Threatening call to kill PM: পুলিশের হেল্প লাইন নম্বরে ফোন করে মোদীকে খুনের মামলায় বেকসুর খালাস ব্যক্তি

পুলিশের হেল্প লাইন নম্বর ১০০ ডায়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় সাড়ে ৩ বছর সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস করল আদালত। ওই ব্যক্তি যে খুনের হুমকি দিয়েছিলেন পুলিশ তার কোন প্রমাণ দেখাতে না পারায় আদালত তাঁকে বেকসুর খালাস করেছে। একইসঙ্গে, এনিয়ে পুলিশকে ভর্ৎসনা করেন বিচারক। ওই ব্যক্তির নাম মহম্মদ মুখতার আলি। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ২০১৯ সালে। দিল্লির আনন্দ পর্বত থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুনের হুমকি-সহ একাধিক ধারায় মামলার রুজু করেছিল পুলিশ। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। অবশেষে বেকসুর খালাস পেলেন ওই ব্যক্তি।

দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভম দেবাদিয়া বলেন, আলির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য শুধুমাত্র ছিল একটি হাতে লেখা সাধারণ ডায়েরি এন্ট্রি এবং পিসিআর ফর্ম। কিন্তু, পুলিশ পিসিআর ফর্ম সংগ্রহ করেনি। সেটি সংগ্রহ করা হলে বোঝা যেত ওই ব্যক্তি খুনের হুমকি দিয়েছিলেন কিনা।

এছাড়াও যে নম্বর থেকে পুলিশকে ফোন করা হয়েছিল সেই সিম কার্ডটি সুরদ আলি নামে এক ব্যক্তির। কিন্তু, ওই ব্যক্তির ভূমিকা নিয়ে পুলিশ তদন্ত করেনি। যদিও পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে পায়নি বলেই দাবি করে। আদালত জানায়, পুলিশ এমন কোনও প্রমাণ দেখাতে পারেনি যাতে বোঝা যায় যে ওই ব্যক্তি খুনের হুমকি দিয়েছিলেন। তার ভিত্তিতে আদালত ওই ব্যক্তিকে বেকসুর খালাস করেছে।

আদালত আরও বলেছে যে অভিযুক্তের কাছ থেকে কোনও সিম কার্ড উদ্ধার করা হয়নি এবং এই মামলায় পুলিশের তরফে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তাছাড়া, বেশি সাক্ষী নেওয়া হয়নি। দিল্লি হাইকোর্টের ২০০০ সালের একটি রায়ের উল্লেখ করে ম্যাজিস্ট্রেট বলেন, ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (২) ধরার অধীনে মামলা আনার জন্য কাউকে হত্যা করার হুমকির বক্তব্যই যথেষ্ট নয়। আদালত মামলার তদন্তে পুলিশের ছত্রেছত্রে ভুল ধরিয়ে দেন। তদন্তে চূড়ান্ত গাফিলতি দেখতে পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup