Xiaomi 13 Pro: আজ থেকে বিক্রি শুরু শাওমির এই ফোনের! পাবেন ২২,০০০ পর্যন্ত ছাড়

সম্প্রতি Xiaomi 13 Pro লঞ্চ হয়েছে। সংস্থার সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও স্পেসিফিকেশনের এই ফোন। সোমবার, ৬ মার্চ দুপুর ১২টা থেকে এই ফোনের সেল শুরু হয়েছে। আর্লি অ্যাকসেস সেলে ডিভাইসটিতে ২২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে।

Xiaomi 13 Pro-এর এই ফার্স্ট অ্যাকসেস সেলে mi.com থেকে ফোনটি কেনা যাবে। পাশাপাশি Mi Homes এবং Mi Studios থেকে এই ফোন কিনতে পারবেন। ডিভাইসটিতে দুর্দান্ত প্রাথমিক ছাড় তো থাকছেই। তাছাড়া প্রায় ১,০০০ জন গ্রাহককে একটি এক্সক্লুসিভ Xiaomi 13 pro মার্চেন্ডাইজ বক্স দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Solar LED Light: সস্তায় সৌর বাল্ব! লাগান উঠোন, বারান্দা বা ঘরে, কমবে বিদ্যুত্ বিল

Xiaomi 13 Pro-এর স্পেসিফিকেশন:

  • স্ক্রিন সাইজ বেশ বড়। ৬.৭৩ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে। সঙ্গে গোরিলা গ্লাস এবং ১২০০nits পিক ব্রাইটনেস পাবেন।
  • HDR10+ সাপোর্ট ছাড়াও, ডিসপ্লেতে ১২০ Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে।
  • কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেন 2 ফ্ল্যাগশিপ চিপসেট রয়েছে।
  • Android 13 ভিত্তিক MIUI 14 সফটওয়্যার স্কিন রয়েছে।
  • ১২ GB পর্যন্ত RAM এবং ৫১২ GB পর্যন্ত স্টোরেজ পাবেন।

ক্যামেরা:

৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেল টেসিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেনসর। ছবির মান নিয়ে কোনও সন্দেহ নেই।

সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি:

শাওমির এই ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ফোনে ৪,৮২০ mAh ব্যাটারি রয়েছে। থাকছে ১২০W ফাস্ট চার্জিং। মাত্র ১৯ মিনিটে শূন্য থেকে ফুল চার্জ নেবে। এছাড়াও অন্য ফোন চার্জ দেওয়া যাবে এই ফোন থেকে।

থাকছে বড় ডিসকাউন্ট:

Xiaomi 13 Pro-এর ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। তবে ICICI কার্ডধারীদের এই ফোনে ১০% ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে। তাঁরা এই ফোন ৬৯,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। ফলে যাঁরা একটি ভাল ফোন চাইছেন, কিন্তু সেই একই গতে বাঁধা অ্যাপেল-স্যামসাং থেকে বের হতে চান, তাঁদের জন্য এটি ভাল অপশন হতে পারে।

এক্সচেঞ্জ করলে আরও কমবে:

পুরনো Xiaomi বা Redmi স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। এর পাশাপাশি Xiaomi ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের স্মার্টফোন এক্সচেঞ্জের জন্য থাকলে, সেক্ষেত্রে ৮,০০০ টাকা পর্যন্ত দাম পাবেন। আরও পড়ুন: Jio, Vi ও Airtel-এর সবচেয়ে সস্তার তিন প্ল্যান, জানুন এক নজরে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup