Blast in Bangladesh: বাংলাদেশের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, শতাধিক আহত

মঙ্গলবার বিকাল ৪টা ৫০। সন্ধ্য়া হতে তখনও কিছুটা বাকি। এমন সময় আচমকা বিরাট বিস্ফোরণ বাংলাদেশে। ভয়াবহ বিস্ফোরণ । পুরাতন ঢাকার সিদ্দিক বাজারে কেঁপে উঠল বিস্ফোরণে। গোটা বিল্ডিংয়ের বড় অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সাত তলার একটি ভবনে বিস্ফোরণ হয়েছে।  তাতে অন্তত ৯জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সূত্রের খবর ১১টি দমকলের ইঞ্জিন এলাকায় কাজ করছে। কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উলটো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনে থাকা একাধিক দোকান একেবারে ধ্বংসস্তুপে পরিণতি হয়েছে। 

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। 

এদিকে ওই ভবনে মূলত নীচের দুটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একাধিক দোকান ছিল। তাতে স্যানিটারি সামগ্রী ও গৃহস্থালীর জিনিসপত্রের দোকান রয়েছে। বিস্ফোরণে গোটা ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। ভবনের দেওয়াল ভেঙে একেবারে চৌচির। এদিকে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। 

এদিকে সূত্রের খবর, বিস্ফোরণে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। অন্তত ১৪জনের মৃত্যু হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। আহত হয়েছেন প্রায় ১০০ জন।ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একের পর এক আহতকে আনা হচ্ছে। 

এদিকে সিদ্দিক বাজারের সেই ভবনে প্রচুর অফিস ও দোকান রয়েছে। তারই নীচের তলায় মনে করা হচ্ছে বিস্ফোোরক রাখা হয়েছিল। সেখানেই বিস্ফোরণ।

এদিকে ওই বিল্ডিংয়ের কাছেই বাসের কাউন্টার রয়েছে। কাছে একটা ব্যাঙ্কের শাখাও রয়েছে। পুলিশ ইনস্পেক্টর বাচ্চু মিঁয়া এএফপিকে জানিয়েছেন, অন্তত ৪৫জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুজন মহিলারও মৃত্যু হয়েছে। 

এদিকে ঢাকার গুলিস্তান এলাকায় এই বাজারটি অবস্থিত। সেখানকার বাণিজ্যিক ভবন কেঁপে উঠল বিস্ফোরণে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অনেকেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে গিয়েছেন। বিল্ডিংয়ে থাকা একাধিক দোকানের চাঙর খসে পড়েছে। এতটাই তীব্র ছিল বিস্ফোরণ। চারপাশে কান্নার রোল আর আর্তনাদ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। একের পর এক আহতকে বাইরে বের করে আনা হচ্ছে। কিন্তু কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের পেছনে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।