Super Cup Set To Kick Off From 3 April In Kerala, Know Full Schedule

নয়াদিল্লি: ভারতীয় ফুটবল মরসুম এই বছর থেকে আরও দীর্ঘায়িত হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। করোনা পরবর্তীতে চার বছর পর সুপার কাপ (Super Cup 2023) আয়োজন হওয়ার কথাও জানানো হয়েছিল। ৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। আজই নয়াদিল্লির ফুটবল হাউসে সুপার কাপের ড্র আয়োজিত হয়। প্রথমবার কেরলে আয়োজিত হচ্ছে সুপার কাপ। ১৬ দলের এই টুর্নামেন্ট বিজয়ীর সামনে মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামারও একটা সম্ভাবনা রয়েইছে।

কেরলে প্রথমবার সুপার কাপ

সুপার কাপের চ্যাম্পিয়নরা গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি বিরুদ্ধে একটি প্লে-অফ ম্যাচে খেলবে। এই ম্যাচে বিজয়ী দলই এএফসি কাপের দক্ষিণাঞ্চল গ্রুপে সরাসরি নিজেদের জায়গা পাকা করে ফেলবে। আইলিগের ১১টি দল সরাসরি সুপার কাপের গ্রুপ পর্বে খেলবে। অপরদিকে, আই লিগজয়ী দলও সরাসরি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে আই লিগের দুই থেকে ১০ নম্বরে থাকা দলগুলি যোগ্যতাঅর্জন পর্বে মুখোমুখি হবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের বাকি চারটি দল নির্ধারিত হবে। আই লিগে নবম ও দশম স্থানে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ মাঠে নামবে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। তৃতীয় থেকে অষ্টম দলটি নক আউট ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।

গ্রুপ বিন্যাস

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, সদ্য আইলিগজয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব,কেরল ব্লাস্টার্স এবং এলিমিনেটরে জয়ী দল ও আই লিগের দ্বিতীয় স্থানে থাকা দল। গ্রুপ বি-তে রয়েছে হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গল এফসি, আইলিগের চতুর্থ ও সপ্তম স্থানে থাকা দলগুলির প্লে-অফ ম্যাচে জয়ী দল এবং ওড়িশা এফসি। এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এফসি গোয়া ও আইলিগের তৃতীয় ও অষ্টম স্থানে থাকা দলগুলির প্লে-অফ ম্যাচে জয়ী দল রয়েছে সি গ্রুপে। গ্রুপ ডি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও আইলিগের পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলির প্লে-অফ ম্যাচে জয়ী দল।

 

আরও পড়ুন: টিম বাসেই রঙের উৎসবে মাতলেন বিরাট, রোহিতরা