টিমগেমের উপর ভর করে মেসির দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল বায়ার্ন। Bayern Munich beat PSG 2-0 to advance to Champions League quarter finals

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিপক্ষের লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) থাকলেও ‘কুছ পরোয়া নেই’! শুধু টিম গেমের উপর ভর করেও তারকাখচিত দলের বিরুদ্ধে ম্যাচ জেতা যায়। সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। চলতি চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League 2023) শেষ ১৬-র ম্যাচ ২-০ ব্যবধানে জেতার জন্য, প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল প্যারিস সাঁ জাঁ (Paris Saint-Germain)। আছরাফ হাকিমি (Achraf Hakimi), সার্জিও র‍্যামোসদের (Sergio Ramos) দলকে হেলায় হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল জার্মান জায়ান্টসরা। 

দুই পর্বের ম্যাচের প্রথম পর্বে ১-০ গোলে এগিয়েই ছিল বায়ার্ন। শেষ আটে যেতে হলে বুধবার রাতে অন্তত ২-০ গোলে জিততে হত মেসিদের। খেলার ফল সেই ২-০ হল। কিন্তু সেটা বায়ার্নের পক্ষে। পুরনো দল পিএসজি-কে প্রথম ধাক্কা দিলেন ম্যাক্সিম কোপো-মোটিং। দ্বিতীয় গোলটি করেন তরুণ তারকা ন্যাব্রি। মেসিরা দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে বায়ার্নের বিরুদ্ধে একটা গোলও করতে পারেননি।

আরও পড়ুন: Super Cup 2023: সুপার কাপে আলাদা গ্রুপে এটিকে মোহনবাগান-ইস্টবেঙ্গল, মেগা ফাইনাল ২৫ এপ্রিল

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs HFC: হায়দরাবাদের বিরুদ্ধে গত মরসুমের সেমিফাইনালের মতো ভুল আর করতে রাজি নন সবুজ-মেরুন

কাতারের ধনকুবের নাসের আল-খেলাফি পিএসজির দায়িত্ব নেওয়ার পর জলের মতো পয়সা খরচ করে চলেছেন। প্যারিসের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জেতানোই তাঁর একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে একে একে মেসি, নেইমার, র‍্যামোস, এমবাপেদের মতো তারকা ফুটবলারদের সই করিয়েছেন তিনি। একাধিকবার বদলেছে কোচ। কিন্তু কিছুতেই কাজের কাজ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো অনেক দূরের কথা, ফাইনালেও পৌঁছাতে পারেনি পিএসজি। এবারও প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হল প্যারিসের দলটিকে।
 
বায়ার্নের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এসি মিলানও। টটেনহ্যাম হটস্পারকে দুই পর্ব মিলিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল মিলানের এই ক্লাব। বেনফিকা এবং চেলসি অবশ্য আগেই শেষ আটে চলে গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)