শিক্ষককে গুলি করা শিশুর বিরুদ্ধে অভিযোগ নয়: প্রসিকিউটর

স্কুলের শিক্ষকের হাতে ও বুকে গুলি করেছিল ৬ বছরের শিশুটি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শিক্ষক। এখন প্রসিকিউটর বলছে, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশুটির বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ নেই বললেই চলে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।  

পুলিশ জানায়, ৬ জানুয়ারি রিচনেক প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগে করে বন্দুকটি নিয়ে আসে শিশুটি।

শিক্ষকের নাম আবিগেইল জাওয়ারনার। ২৫ বছরের জাওয়ারনারের হাত ও বুকে গুলি লাগে।

নিউপোর্ট নিউজ কমনওয়েলথের অ্যাটর্নি হাওয়ার্ড গুইন বুধবার এনবিসি নিউজকে বলেন, ‘আমরা শিশুটির বিরুদ্ধে কোনও অভিযোগ আনব না।

তিনি বলেন, ‘ছয় বছর বয়সীর বিচার নিয়ে জটিলতা আছে। কারণ শিশুটি আইনি বিষয়গুলো এখনও বুঝে উঠেনি। আমরা এই বিষয়টায় তাড়াহুড়ো করতে চাইছি না।’

পুলিশ আরও জানায়, নিয়ম মেনেই আগ্নেয়াস্ত্রটি কেনা হয়েছিল। শিশুর মায়ের ছিল এটি। প্রথম শ্রেণির ছাত্রের সঙ্গে ‘বিবাদ’ এর জেরে গুলির ঘটনা ঘটে। সূত্র: বিবিসি