IND vs AUS Score Live Updates India vs Australia 4th Test Day 1 Commentary PM Modi Anthony Albanese

আমদাবাদ: ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট আজ থেকে শুরু হয়ে গেল। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। এরই মধ্যে আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। মাঠে গলফ কার্টে চেপে দু’জনে ঘুরলেন। একসঙ্গে সারলেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানালেন দু’দেশের রাষ্ট্রনায়কদের। টসে জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে পরাজয় এড়াতে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। তবে গত ম্যাচে দুই ইনিংসেই ভারতীয় দলের ব্য়াটিং সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ম্যাচের আগেও তাই স্বাভাবিকভাবেই চর্চায় টিম ইন্ডিয়ার ব্যাটিং। অবশ্য ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু মনে করছেন ব্যাটারদের দক্ষতার থেকেও দিনের শেষে তাঁদের মানসিক দৃঢ়তাই সাফল্য এনে দেয়।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘কঠিন পিচের চ্যালেঞ্জ উতরানোর জন্য আমরা না না পথ খুঁজে বের করার চেষ্টা করছি। প্রত্যেক ব্যাটারই ভিন্ন এবং প্রত্যেকেরই রান করার উপায়ও ভিন্ন ভিন্ন। আমাদের দলের সকলেই প্রচুর ম্যাচ খেলেছে। এতদিন পরে তিন সপ্তাহের মধ্যে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়। মানসিকভাবে দৃঢ় হতে হবে এবং ব্যাটারদের যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। এই স্তরে কেবল দক্ষতা দিয়ে তেমনকিছু হয় না, দক্ষতার থেকেও মানসিক দৃঢ়তা বেশি প্রয়োজনীয়। প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের ভাল খেলার জন্য মানসিক দৃঢ়তা বেশি দরকার।’