Pitch invader nearly takes out Lionel Messi during PSG vs Bayern Munich match

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এমনিতে প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint-Germain) সময়টা ভালো যাচ্ছে না। এরমধ্যে আবার খেলার মাঠেই প্রাণে বাঁচলেন লিওনেল মেসি (Lionel Messi)। এমনিতেই বায়ার্ন মিউনিখের (Bayern Munich) বিরুদ্ধে ২-০ গোলে হেরে চলতি চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2023) থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে পিএসজি (PSG)। এরমধ্যে সেই ম্যাচের মাঝে বড় বিপদ থেকে রক্ষা পেলেন ‘এল এম টেন’ (LM10)। তাঁকে জড়িয়ে ধরতে গিয়ে আলিঙ্গন করতে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন এক সমর্থক। মেসিকে বাঁচাতে গিয়ে তাঁকে প্রায় ধাক্কাই মেরে দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। অল্পের জন্য বেঁচে যান মেসি। 

তখন খেলার একেবারে শেষ মুহূর্ত। পিএসজি ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে হারের মুখে দাঁড়িয়ে আছে। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া তখন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে পিএসজির। ঠিক সেই সময় মাঠের ধারে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ছুটে আসতে থাকেন এক সমর্থক। মেসির কাছাকাছি প্রায় এসেই পড়েছিলেন। মাত্র কিছুটা দূরত্ব থেকে তাঁকে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। পরে বাকি নিরাপত্তারক্ষীরা এসে ওই সমর্থককে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনায় মেসি হতচকিত হয়ে পড়েছিলেন। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। শেষে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে মাঠে এক ধারে চলে যান।

দুই পর্বের ম্যাচের প্রথম পর্বে ১-০ গোলে এগিয়েই ছিল বায়ার্ন। শেষ আটে যেতে হলে বুধবার রাতে অন্তত ২-০ গোলে জিততে হত মেসিদের। খেলার ফল সেই ২-০ হল। কিন্তু সেটা বায়ার্নের পক্ষে। পুরনো দল পিএসজি-কে প্রথম ধাক্কা দিলেন ম্যাক্সিম কোপো-মোটিং। দ্বিতীয় গোলটি করেন তরুণ তারকা ন্যাব্রি। মেসিরা দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে বায়ার্নের বিরুদ্ধে একটা গোলও করতে পারেননি।

আরও পড়ুন: Usman Khawaja, BGT 2023: ভারতকে চাপে রাখা শতরান করে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন খোয়াজা? জেনে নিন

আরও পড়ুন: UEFA Champions League 2023: টিমগেমের উপর ভর করে মেসির দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল বায়ার্ন

কাতারের ধনকুবের নাসের আল-খেলাফি পিএসজির দায়িত্ব নেওয়ার পর জলের মতো পয়সা খরচ করে চলেছেন। প্যারিসের ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জেতানোই তাঁর একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে একে একে মেসি, নেইমার, র‍্যামোস, এমবাপেদের মতো তারকা ফুটবলারদের সই করিয়েছেন তিনি। একাধিকবার বদলেছে কোচ। কিন্তু কিছুতেই কাজের কাজ হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো অনেক দূরের কথা, ফাইনালেও পৌঁছাতে পারেনি পিএসজি। এবারও প্রি-কোয়ার্টার ফাইনালেই ছিটকে যেতে হল প্যারিসের দলটিকে।

বায়ার্নের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এসি মিলানও। টটেনহ্যাম হটস্পারকে দুই পর্ব মিলিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল মিলানের এই ক্লাব। বেনফিকা এবং চেলসি অবশ্য আগেই শেষ আটে চলে গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)