Ramchandra Paudel: নেপালে রাষ্ট্রপতির কুর্সিতে রামচন্দ্র পাউদেল! নির্বাচনের ভোট পরিসংখ্যান একনজরে

নেপালের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে জল্পনা ছিল, সেই অঙ্কই কার্যত মিলে গেল বাস্তবের সঙ্গে। শেষমেশ, নেপালি কংগ্রেসের প্রার্থী রামচন্দ্র পাউদেল নেপালের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন। নেপালের রাজনৈতিক আঙিনার ৮ পার্টি একত্রে এই প্রার্থীকে নেপালের রাষ্ট্রপতি পদে সমর্থন যুগিয়েছে। 

উল্লেখ্য, এই গোটা ঘটনার নিরিখে, নেপালের রাজনীতিতে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দাপট খানিকটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কার্যত ওলিকে সাইডলাইন করেই রামচন্দ্র পাউডেলকে প্রার্থী হিসাবে সমর্থন যোগানোর বার্তা দিয়েছিলেন সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল। মনে করা হচ্ছে, নেপালের রাজনীতিতে সহযোগী দলের ওলিকে ব্যাকফুটে রাখতেই দাহালের সেই স্টান্স ছিল। আর, সেই ছকই কার্যত বাস্তবায়িত হয়ে নেপালে তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতির কুর্সিতে বসলেন রামচন্দ্র পাউদেল। 

(বিস্তারিত আসছে)