টি-টোয়েন্টির দাপটে কীভাবে বাঁচবে টেস্ট ক্রিকেট? উপায় বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। Right balance between Test and franchise cricket important, says Sourav Ganguly

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেট দুনিয়া জুড়ে কয়েক বছর ধরেই দাপট দেখাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাট। এমন প্রেক্ষাপটে কি টেস্ট ক্রিকেট বাঁচবে? গত কয়েক বছর ধরেই চলছে এই আলোচনা। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে তোলার উপায় বলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিসিসিআই-এর (BCCI) সভাপতি থাকার সময় গোলাপি বলের টেস্টের (Pink Ball Test) আয়োজন করেছিলেন। এহেন মহারাজ স্পষ্ট করে দিলেন যে টি-টোয়েন্টির দাপটের মধ্যে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে, সঠিক ব্যালান্স বজায় রাখতে হবে। 

এমসিসি-র মিটিংয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ হল টেস্ট। লাল বলের ক্রিকেটে পারফর্ম করেই বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন ক্রিকেটার দেখা গিয়েছে। তাই তো এই ফরম্যাটের নাম টেস্ট। যেখানে স্কিলই শেষ কথা।” এরপরেই মহারাজ যোগ করেন, “টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে শুধু আলোচনা করলেই চলবে না। টেস্ট খেলিয়ে দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আর সেইজন্য টেস্ট খেলিয়ে দেশ ও সেই দেশে থাকা টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজিগুলোকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে।” 

আরও পড়ুন: Rohit Sharma vs Ravi Shastri, BGT 2023: কাজিয়া তুঙ্গে! ফের একবার ‘অধিনায়ক’ রোহিতকে খোঁচা দিলেন রবি শাস্ত্রী

আরও পড়ুন: Sunil Gavaskar, BGT 2023: গর্জে উঠলেন সানি! হেডেন, মার্ক ওয়া এবং অজি মিডিয়াকে ধুয়ে দিলেন ‘লিটল মাস্টার’

সৌরভের সঙ্গে সেই আলোচনায় উপস্থিত ছিলেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ও প্রাক্তন কোচও মনে করেন টেস্ট ক্রিকেটই শেষ কথা। তিনি বলেন, “টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্যে সবচেয়ে বড় তফাৎ হল, টেস্ট খেলার ক্ষেত্রে একটা গোটা দেশ যুক্ত থাকে। এবং সেখান থেকেই একজন ক্রিকেটারকে বিচার করা হয়। মুথাইয়া মুরলীথরন কিন্তু টেস্টে ৮০০ উইকেট কিংবা সচিন তেন্ডুলকর ১০০টি শতরানের জন্যই বিখ্যাত। ওঁরা টি-টোয়েন্টি ফরম্যাটে কত রান করল সেটা কিন্তু বিচার্য বিষয় নয়।” 

টেস্ট ক্রিকেটের মর্যাদা রক্ষার জন্য ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশকে এগিয়ে আসতে হবে। এমনটাই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জাস্টিন ল্যাঙ্গার। কারণ এই ছ’টি দেশে টেস্টের মধ্যেও দাপট দেখাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)