নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নিম্ন আদালতে প্রশ্নের মুখে সিবিআই

নিয়োগ দুর্নীতির তদন্তে ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারকের প্রশ্ন, কী ভাবে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সাক্ষী করতে পারে সিবিআই? এব্যাপারে সিবিআইয়ের জবাব চেয়েছেন আলিপুর বিশেষ আদালতের বিচারক।

নিয়োগ দুর্নীতির একটি মামলায় ঘুষ দিয়ে চাকরি পাওয়া ৪ ব্যক্তিকে সাক্ষী হিসাবে জবানবন্দি নিতে চেয়ে আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে প্রশ্ন করেছেন, কী ভাবে এই ধরণের ব্যক্তিদের সাক্ষী হিসাবে ব্যবহার করা যেতে পারে? ১৭ মার্চের মধ্যে তদন্তকারী আধিকারিককে তার জবাব দিতে হবে।

নিয়োগ দুর্নীতির তদন্তে হাইকোর্টে বারবার ভর্ৎসনার মুখে পড়েছে সিবিআই। সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জীবদ্দশায় দোষীদের জেলে দেখে যেতে পারবেন কি না সেই সন্দেহও প্রকাশ করেছেন তিনি। এমনকী বিচারপতি এ-ও বলেন, তদন্ত সিবিআই করছে না আদালত করছে বোঝা যাচ্ছে না। এবার নিম্ন আদালতেও প্রশ্নের মুখে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের ভূমিকা। এবার দেখার আদালতের প্রশ্নে কী জবাব দেন সিবিআই আধিকারিক।