ম্যানইউকে সাত গোল দেওয়া লিভারপুলের বিব্রতকর হার

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭ গোল দেওয়া লিভারপুল পরের ম্যাচেই এমন একটি দলের কাছে হেরে গেলো, যাদের বিপক্ষে সবশেষ ১১ লিগ ম্যাচে কেবল একটাই হার তাদের। এএফসি বোর্নমাউথ লিভারপুলের কাছে টানা সাত ম্যাচ হারের পর জিতলো ১-০ গোলে। এই সময়ে তারা খেয়েছিল ২৮ গোল, বিপরীতে গোল করেছিল মাত্র একটি। গত আগস্টেই লিগের রেকর্ড ৯-০ গোলে এই দলকে উড়িয়ে দিয়েছিল অলরেডরা।

৫ মিনিটে মোহাম্মদ সালাহর শট সহজে রুখে দেন নেতো। পরের মিনিটে গোললাইন থেকে ভার্জিল ফন ডাইকের হেড প্রতিহত করেন লার্মা। ১৩ মিনিটে গাকপো জাল কাঁপালেও অফসাইডে গোল বাতিল হয়।

এত সুযোগ নষ্টের খেসারত দেয় লিভারপুল আধঘণ্টা না হতেই। ২৮ মিনিটে বিলিংয়ের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতির চার মিনিট আগে ফন ডাইকের শট গোলবারের পাশ দিয়ে গেলে আরেকটি সুযোগ হারায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেতো দূরের পোস্টে নেওয়া জোতার বাঁকানো শট সেভ করেন। ৬৮ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। নেতো ভুলদিকে ঝাঁপিয়ে পড়লেও বল বাঁ পোস্টের বাইরে দিয়ে চলে যায় সালাহর শট।

গত পাঁচ ম্যাচের চারটি জিতে প্রিমিয়ার লিগের সেরা চারে ওঠার যে সম্ভাবনা জেগেছিল, তাতে বড় ধাক্কা খেলো লিভারপুল। ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে থাকলো তারা। ২৪ পয়েন্ট নিয়ে তলানি থেকে অবনমনে তালিকা থেকে বেরিয়ে এলো বোর্নমাউথ।