দুর্নীতির মাপ আরও বড়, সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে দাগতে গিয়ে স্বীকার করলেন কুণাল

তৃণমূলের জমানায় নিয়োগে যে অবাধে দুর্নীতি হয়েছে তা এবার সাংবাদিক বৈঠক করে স্বীকার করে নিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার তিনি একটি নথি দেখিয়ে দাবি করেন, ‘শুভেন্দু অধিকারীর সুপারিশে ১৫০ জনের চাকরি হয়েছিল। তাদের মধ্যে ৫৫ জনের চাকরি গিয়েছে আদালতের নির্দেশে’।

এদিন সাংবাদিক বৈঠকে কুণাল দাবি করেন, শুক্রবার আদালতের নির্দেশে যে ৫৫ জনের চাকরি গিয়েছে তাদের নিয়োগ হয়েছিল শুভেন্দু অধিকারীর সুপারিশেই। বলে রাখি, শুক্রবার গ্রুপ সির পদ থেকে আদালত ৫৭ জনকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত করে। তাদের নিয়োগ হয়েছিল কোনও সুপারিশপত্র ছাড়াই।

এদিন কুণাল বলেন, ‘শুধু এই ৫৫ জন নন। ১৫০ জনের নাম সুপারিশ করেছিলেন শুভেন্দু। তারা কারা জানতে শুভেন্দুকে তদন্তের আওতায় আনা উচিত।’

ঘটনায় সিপিএমের বক্তব্য, সাংবাদিক বৈঠক করে শাসকদলের মুখপাত্র নিজেদের দুর্নীতির কথা বড়াই করে বলছেন এরকম নজির পৃথিবীতে কমই রয়েছে। তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। দুর্নীতি করতেই ওরা ক্ষমতায় এসেছে। শুভেন্দু হোক বা অন্য কেউ সবাই দুর্নীতি ও স্বজনপোষণের সঙ্গে যুক্ত। এখন অনেকে শিবির বদলে সাধু সাজতে চাইছেন অনেকে। আদালত সব দেখছে। এদের সবার শাস্তির দাবি জানাচ্ছি।