Virat Kohli | Anushka Sharma: অনুষ্কা মুখ খুললেন বিরাটের অসুস্থতা নিয়ে! জানালেন কোন অবস্থায় এসেছে এই সেঞ্চুরি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব প্রতীক্ষার অবসান। তিন বছর, চার মাস পর বিরাট কোহলি (Virat Kohli) ফের টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন। কেরিয়ারের ২৭ তম টেস্ট শতরান থেকে ২৮ তম টেস্ট শতরান পেতে তাঁর সময় লাগল পাক্কা ১২০৫ দিন। লাল বলের ক্রিকেটে বড় রানের খরাকে একেবারে পাঠালেন মাঠের বাইরে। চলতি বর্ডার-গাভাসকর সিরিজের (BGT 2023) চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। কোহলির লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি দেখার জন্য তীর্থের কাকের মতো বসেছিলেন তাঁর অনুগামীরা। এমনকী প্রতীক্ষা করছিলেন বাইশ গজের মহারথীরাও। তবে কোহলির টেস্ট সেঞ্চুরির জন্য় দিন গুনছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কোহলি সেঞ্চুরির পরেই ৭৫ তম ১০০ উৎসর্গ করেন অনুষ্কাকেই। গলার চেইনে ঝোলানো বিয়ের আংটিতে ঠোঁট বুলিয়ে, ভারতের প্রাক্তন অধিনায়ক বুঝিয়ে দেন যে, এই সেঞ্চুরি তিনি স্ত্রীকেই উৎসর্গ করেছেন। আর অনুষ্কা এদিন কোহলির সেঞ্চুরির পর, ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলির সেঞ্চুরি উদযাপনের ছবি পোস্ট করে লেখেন, ‘অসুস্থতার সঙ্গে লড়াই করেও ও যেভাবে মানসিক স্থিরতা নিয়ে খেলল, সেটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।’ অনুষ্কা বলেই দিলেন যে, তাঁর স্বামীর শরীরের অবস্থা মোটেই ভালো ছিল না। তাই নিয়েই কোহলি খেলেছেন।

আরও পড়ুন: Virat Kohli | BGT 2023: হল না ডাবল সেঞ্চুরি, ১৮৬-তে থামলেন কোহলি! ভারত তুলল ৫৭১

রানের খরা কাটাতেই কোহলি ইন্দোর টেস্টের পর ছুটে গিয়েছিলেন মহাদেবের দরবারে। উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে বিরুষ্কা পুজো দেন নিষ্ঠা ভরে। আর পাঁচজন ভক্তদের সঙ্গেই মেঝেতে বসে আরতি দেখেন তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল রাতারাতি। বিরাট বলেছেন যে, তাঁর চূড়ান্ত অফ-ফর্মের সময়ে মাত্র দু’জন তাঁর সঙ্গে ছিলেন। একজন অনুষ্কা আর অন্যজন এমএস ধোনি। জঙ্গলের রাজা বিরাট বুক ফুলিয়ে ফিরলেন লাল বলের ক্রিকেটেও। আপাতত সব সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন তিনি। এদিন বিরাট হয়তো ২০০ রানও করে ফেলতে পারতেন। তবে দীর্ঘ সময় ক্রিজে পড়ে থাকার ধকল ও শেষ মুহূর্তে কিছুটা দ্রুততার জন্য ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাট থামে ১৮৬ রানে। ১৪ রানের জন্য বিরাটকে মাঠে রেখে আসতে হয় তাঁর ডাবল সেঞ্চুরি। ৩৬৪ বল ক্রিজে থেকে ১৫টি চারের সৌজন্যে বিরাট ব্যাট করলেন ৫১.০৯-এর স্ট্রাইক রেটে। বিরাটের এই ইনিংস শুধু অসাধারণ সংযমী সেঞ্চুরি হিসাবেই লেখা থাকবে না। বিরাটের কামব্যাকের সঙ্গে জুড়ে গেল ১৮৬ সংখ্যাটি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App