Japanese Woman Sexual Harassment in Holi: ‘ভারতকে ভালোবাসি’,হোলির দিন দিল্লিতে যৌন হেনস্থার শিকার হয়েও যা বললেন বিদেশিনী

হোলির নামে দিল্লিতে বিদেশিনীর সঙ্গে অশালীন আচরণের ঘোটনায় তোলপাড় দেশ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে তিন যুবক। ঘটনাটি নিয়ে নেট মাধ্যমে জোর চর্চা চলছে। উঠেছে সমালোচনার ঝড়। জানা গিয়েছে, যৌন হেনস্থার শিকার মহিলা একজন জাপানি পর্যটক। তাঁর ওপর নিগ্রহের ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিতা নিজে শুক্রবার ভারত ছেড়ে পা রেখেছেন বাংলাদেশে। বিভীষিকায়ম এক অভিজ্ঞতার সঙ্গে ভারত ছাড়ার পর বিদেশিনী নিজের মানসিক অবস্থা নিয়ে এক দীর্ঘ ‘থ্রেড’ টুইট করেন। জাপানি ভাষায় সেই টুইটের থ্রেডে তিনি লেখেন, ‘আমি বিশ্বাস করি, আসল হোলি অনেক মজার।’ তিনি এও বলেন যে তিনি ভারতকে ভালোবাসেন।

ঘটনার ভিডিয়ো অনলাইনে পোস্ট করায় কেউ মনে আঘাত পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নেন নির্যাতিতা জাপানি পর্যটক। তাঁর টুইট করা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে তিনি নিজের ভিডিয়োটি মুছে ফেলেন। তবে ততক্ষণে ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এদিকে নির্যাতিতা মহিলা দাবি করেন, এই ভিডিয়োর মাধ্যমে তিনি হোলির উৎসব নিয়ে কোনও নেতিবাচক বার্তা দিতে চাননি। তিনি জানান, তাঁকে আগের থেকে সতর্ক করা হয়েছিল যে হোলিতে দিনের বেলা কোনও মহিলার বাইরে যাওয়া নিরাপদ নাও হতে পারে। তবে নির্যাতিতা জানান, ঘটনার সময় তিনি তাঁর ৩৫ জন বন্ধু ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে ছিলেন। সেই সময় এই তিন যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। সেই ঘটনা নির্যাতিতারই এক জাপানি বন্ধুর মোবাইলের ক্যামেরায় বন্দি হয়।

টুইট বার্তায় জাপানি পর্যটক লেখেন, ‘আসল হোলি উৎসব একটি চমৎকার এবং আনন্দদায়ক ঐতিহ্যবাহী উৎসব। এর উদ্দেশ্য একে অপরের গায়ে রঙিন আবীর এবং জল ঢেলে বসন্তের আগমন উদযাপন করা। ত্বকের রঙ বা সামাজিক অবস্থান নির্বিশেষে এটি উপভোগ করাই এই উৎসবের আসল লক্ষ্য।’ এরপর নিজের টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘আমি কোনও উপায়ে কারও মনে উদ্বেগের সৃষ্টি করে থাকলে তার জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি। যদিও আমার লক্ষ্য ছিল, ভারতের ইতিবাচক দিক তুলে ধরা।’ এদিকে পুলিশি পদক্ষেপের প্রতি আস্থা প্রকাশ করে নির্যাতিতা মহিলা বলেছেন যে তিনি ভারত সম্পর্কে সব কিছুই পছন্দ করেন। জাপানি সেই পর্যটক দাবি করেন, তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর কথায়, ‘ভারত একটি একটি দুর্দান্ত দেশ। এমন একটা ঘটনা ঘটলেও আপনি এই দেশকে ঘৃণা করতে পারবেন না।’

এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেননি নির্যাতিতা। তবে ভাইরাল ভিডিয়ো দেখে তিন অভিযুক্তকে চিহ্নিত করে আটক করা হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের তরফে জাপানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় সম্প্রতি। ভিডিয়োটি হোলির দিনের বলে দাবি করা হয়। সেই ভিডিয়োতে দেখা যায়, এক তরুণীকে ঘিরে ধরেছে কয়েকজন। সবাই রঙ মেখে রয়েছে। সেই যুবকরা ওই তরুণীর গায়ে হাত দিতে শুরু করে এবং জড়িয়ে ধরার চেষ্টা করে। অশালীন আচরণের প্রতিবাদ করেন সেই তরুণী। এরপর এক জনকে সেই তরুণী থাপ্পড় মারেন। ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে তারা। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।