Train cancellation in Sealdah division: ইন্টারলকিংয়ের কাজের জন্য শিয়ালদা ডিভিশনে ৬ দিন বাতিল একাধিক ট্রেন

আজ শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত শিয়ালদা ডিভিশনে বাতিল থাকছে একাধিক ট্রেন। কল্যাণী এবং নৈহাটি স্টেশনের মধ্যে তৃতীয় লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করার জন্য নন ইন্টারলকিংয়ের কাজ হচ্ছে। সেই কাজের জন্য বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। এর মধ্যে আজ শুক্রবার ২১টি আপ এবং ২১ টি ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও, ৪টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকার পাশাপাশি ৬টি দূরপাল্লা ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। কর্মব্যস্ত দিনে ট্রেন বাতিল থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

আজ শুক্রবার যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে আপ লোকাল ট্রেন হল ৬টি কল্যাণী সীমান্ত লোকাল, ৬টি নৈহাটি লোকাল, ২ কৃষ্ণনগর লোকাল, ১টি রানাঘাট, কাটোয়া, বর্ধমান লোকাল এবং ২টি ব্যান্ডেল লোকাল। এছাড়া ডাউন ট্রেনের মধ্যে রয়েছে কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর, বর্ধমান, ব্যান্ডেল, শান্তিপুর এবং নৈহাটি লোকাল। বাকি ৫ দিনও এই ট্রেনগুলি বাতিল থাকবে। পাশাপাশি যে সমস্ত দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে সেই তালিকায় রয়েছে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস। এই এক্সপ্রেসের আপ ডাউন বাতিল থাকার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে রয়েছে গঙ্গাসাগর এক্সপ্রেস, কলকাতা-গোরখপুর এক্সপ্রেস, শিয়ালদা-বালিয়া এক্সপ্রেস, কলকাতা-যোগবাণী এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেস। ডাউন গোড্ড-শিয়ালদা মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি দমদম-দক্ষিণেশ্বর- ডানকুনি হয়ে যাতায়াত করবে।

অন্যদিকে, পূর্বস্থলী এবং কাটোয়া স্টেশনের মধ্যে লাইনের মেরামতের কাজ চলায় আজ থেকে আগামী ২ মাস ১টি করে আপ ও ডাউন কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল থাকছে। শুধুমাত্র বৃহস্পতিবার এবং রবিবার এই ট্রেন চলবে। এই লোকাল বাতিল থাকবে সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ৩টে পর্যন্ত। রেল সূত্রের খবর, লাইনে কাজ করার জন্য ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ এবং কাটোয়া থেকে ৩৭৭৪৮ লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, মালদা ডিভিশনে ৪৭ এবং ৪৮ নম্বর ব্রিজে মেরামতির কাজের জন্য ৮টি মেমু ট্রেন এবং ২টি প্যাসেঞ্জার ট্রেন আগামিকাল ১১ মার্চ শনিবার বাতিল করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup