DC-W vs RCB-W, 1 Innings Highlight: অপরাজিত অর্ধশতরান এলিসা পেরির, ১৫০ রান বোর্ডে তুলে নিল আরসিবি

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫০ রান বোর্ডে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ব্যাট হাতে দুরন্ত অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন এলিসা পেরি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন অজি তারকা ক্রিকেটার। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই মূলত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রান তুলে নেয় আরসিবি।</p>
<p style="text-align: justify;">এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্য়াপ্টেন শেফালি ভার্মা। ব্য়াট করতে নেমে ব্য়ক্তিগত ৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরসিবি ক্য়াপ্টেন স্মৃতি মন্ধানা। এরপর সোফি ডিভাইনের সঙ্গে জুটি বাঁধেন এলিসা পেরি। বল হাতেই বেশিরভাগ ২২ গজে নজর কেড়ে থাকেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সুন্দরী তারকা ক্রিকেটারের যে ব্য়াটের হাতটাও খারাপ না, তা এদিন বুঝিয়ে দিলেন পেরি। সোফি ২১ রানে ফিরে গেলেও নিজের অর্ধশতরান পূরণ করেন পেরি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান এলিসা।&nbsp;</p>
<p style="text-align: justify;">শেষের দিকে এসে পেরিকে যোগ্য সঙ্গ দেন বাংলার রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা ১৬ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন এদিন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান রিচা। দিল্লি ক্যাপিটালসের শিখা পাণ্ডে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন।&nbsp;</p>