তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা: গ্রেফতার ৩ জনের জামিন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিন যুবকের জামিন পেয়েছেন। সোমবার (১৩ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত তাদের জামিনের আদেশ দেন। 

জামিনপ্রাপ্তরা হলেন- উপজেলার আমিনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আসাদ মিয়া (৩২), লোকনাথ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮) ও বশির মিয়ার ছেলে রাব্বি (২৫)। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিন জনকে জামিন দেওয়া হয়েছে।’

এর আগে, শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষাসফরে এসে স্থানীয় যুবকদের হামলার শিকার হন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ১০- ১৫ জন শিক্ষার্থী আহত হন। উপজেলার পানাম নগরীর পার্কিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনার শুরুতে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনও একটি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থা্নীয় যুবকদের বাকবিতণ্ডা হয়। এর জেরে প্রথমে স্থানীয় যুবকদের মারধর করেন শিক্ষার্থীরা। পরে স্থানীয় যুবকরা তাদের ওপরে হামলা চালান।

হামলার পরদিন রবিবার (১২ মার্চ) সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইসহাক মিয়া (২১) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।