ভিনরাজ্যে টাকা সরাচ্ছে, তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছে কুন্তল: শান্তনু

নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড কুন্তল। নজর ঘোরানোর জন্য ও বিভিন্ন রকম কথা বলছেন। সোমবার আদালতে পেশের সময় এমনই দাবি করলেন কুন্তলের একদা দাদা শান্তনু বন্দ্যোপাধ্যায়। সোমবার হেফাজতের মেয়াদ শেষে শান্তনুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ED.

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে শান্তনু বলেন, ‘এই কেসের মেন মাস্টারমাইন্ড কুন্তল। ও ডাইভার্ট করানোর জন্য এসব করছে। এর তার নাম বলছে। কুন্তল লোকজনকে ভয় দেখাচ্ছে। টাকা সরাচ্ছে। অন্য রাজ্যে টাকা পাচার করছে ওর লোকজন। কয়েক শ’ এজেন্টের কাছ থেকে কয়েক শ’ কোটি টাকা তুলেছে কুন্তল’। সঙ্গে তিনি দাবি করেন, ‘আমার সব কিছু লিগাল। আগামীদিনে প্রমাণ হবে।’

গত ২১ জানুয়ারি গ্রেফতার হন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তার পর ইডির হেফাজতে ছিলেন তিনি। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল। জেলবন্দি অবস্থাতেই সে ভিনরাজ্যে টাকা পাচার করছে বলে দাবি করলেন একদা তাঁর ঘনিষ্ঠ শান্তনু।

নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক নাম ছুড়ে দিয়েছেন কুন্তল। কখনও বলেছেন গোপাল দলপতির নাম। কখনও তাঁর মুখে শোনা গিয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। কুন্তল তদন্তকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন বলে এর আগে দাবি করেছিলেন গোপাল দলপতি ও তাঁর স্ত্রী হৈমন্তী। এবার একই দাবি করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলি জেলাপরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার শান্তনুকে আদালতে পেশ করে ফের হেফাজতে চায় ইডি। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতে শুনানি চলছে।