স্বল্প পাল্লার মিসাইলের মহড়ায় সফল হল ভারত, নিখুঁতভাবে উড়িয়ে দিতে পারে টার্গেট

 দেশীয় পদ্ধতিতে তৈরি মিসাইলের মহড়া হল মঙ্গলবার । পূর্ণ মাত্রায় সফল হয়েছে ভারতের এই মহড়া। স্বল্পমাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম ( VSHORADS) মিসাইলটি এদিন ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে মহড়া করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

ডিফেন্স অ্য়াকুইজিশন কাউন্সিল এই VSHORADS কেনার ব্যাপারে উদ্যোগী হয়েছিল। ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফে এই মিসাইলকে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। মঙ্গলবার এই জো়ড়া মিসাইলের মহড়া হয়েছে। 

প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আকাশে আনম্যানড টার্গেটকে নিশানা করা হয়েছিল। মাটি থেকে ছা়ড়া হয়েছিল এই মিসাইল। এই টার্গেটকে উড়িয়ে দিয়েছে মিসাইল। সব দিক থেকে সফল এই মিসাইল। VSHORADS হল ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। এটি স্বল্প পাল্লার মিসাইল বলেও পরিচিত। তবে নিশানায় একেবারে অব্যর্থ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই মিসাইল নতুন প্রযুক্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এটি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।

গত জানুয়ারি মাসে ডিএসি ৪২৭৬ কোটি দিয়ে সামরিক সরঞ্জাম কেনার বিষয়টি অনুমোদন করেছিল। তার মধ্য়ে এয়ার ডিফেন্স সিস্টেম, দেশিয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এদিকে ভারতের সামরিক ক্ষেত্রে সাজ সরঞ্জাম কেনার জন্য় ডিএসির অনুমোদন প্রয়োজন হয়। 

মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছিল, উত্তর সীমান্তে চিনের সঙ্গে যে সীমান্ত সেখানে এয়ার ডিফেন্স উইপন সিস্টেমের উপর ফোকাস করা হয়।  VSHORADS হল  এমন একটা সিস্টেম যেটা দ্রুত প্রয়োগ করা যায়। অন্যদিকে চিন সীমান্তে ভারতীয় সেনা নানা ধরনের সমর সরঞ্জাম, ড্রোন সিস্টেম সহ নানা দিক থেকে নিজেদের উন্নতি করেছে। এমনকী পাহাড়ি এলাকায় অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য ভারত অত্যাধুনিক যানবাহনও ব্যবহার করতে দক্ষ। ভারত বার প্রতিরক্ষাক্ষেত্রে এভাবেই সফল হচ্ছে। 

এর আগে সম্প্রতি প্রতিরক্ষাক্ষেত্রে বিমান ও জাহাজ কেনার ব্যাপারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক হিন্দুস্তান অ্য়ারোনটিক্স লিমিটেড ও লারসেন অ্য়ান্ড টুবরোর সঙ্গে দুটি পৃথক চুক্তি করেছিল। ৭০টি HTT-40 বেসিক ট্রেনার এয়ারক্রাফট, তিনটি ক্যাডেট ট্রেনিং জাহাজ কেনার ব্যাপারে এই চুক্তি করা হয়েছে। সব মিলিয়ে ৯৯০০ কোটি টাকার অর্ডার দেওয়া হচ্ছে। প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভর ভারতের ধারনাকে ছড়িয়ে দিতে এই উদ্যোগ অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রক তাদের বিবৃতি জারি করে একথা জানিয়েছে।