Viral news: এই ওজনে মাত্র ৩ বছর আয়ু! জানতেই তড়িঘড়ি পদক্ষেপ,৩ বছরে কত কেজি ঝরল? জানলে অবাক হবেন

তিন বছর আগে চিকিৎসকের কাছে গিয়েছিলেন নিকোলাস ক্র্যাফ্ট। শারীরিক সমস্যার সুরাহা চাইতেই গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেই সময় তার ওজন ছিল ২৯৪ কেজি। তার ওজন দেখেই তাকে সতর্ক করেন চিকিৎসক। বলেন, এই ওজন না কমালে তিন থেকে পাঁচ বছরের তার মৃত্যু নিশ্চিত! শুধু তাই নয়, নিকোলাসকে রীতিমতো টাইম বোমা অ্যাখ্যাও দেন ওই চিকিৎসক। অর্থাৎ, যেকোনও সময় ফেটে যেতে পারে সেই বোমা। শেষ হয়ে যাবেন নিকোলাস। চিকিৎসকের এই একটি কথাই টনক নড়িয়ে দিয়েছিল নিকোলাসের। সেই থেকেই টাইম বোমার কাঁটা উল্টোদিকে ঘুরতে শুরু করে। আর এখন অনেকটাই নিরাপদে আছেন নিকোলাস। আমেরিকার মিসিসিপির যুবকের গল্পটা বেশ অভিনবও বটে।

আরও পড়ুন: আদালত কক্ষে দুধ খাওয়াচ্ছেন! মাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ বিচারপতির, সমালোচনার ঝড়

আরও পড়ুন: রাতে কী স্বপ্ন দেখেছেন মনে পড়ছে না তো? আর চিন্তা নেই! রোবটই এঁকে দেবে সেই ছবি

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় নিকোলাস ক্র্যাফ্টের একটি পোস্ট। সেখানেই তাকে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে দেখা যায়। জানা যায়, ২০১৯ সালে একটি শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। তখনই জানতে পারেন নিজের আসন্ন বিপদের কথা। তিন বছরের মধ্যে ওজন কমাতে না পারলে যে কোনও মুহূর্তে জীবনের ঝুঁকি হতে পারে। সে কথা শোনামাত্রই ওজন কমাতে শুরু করেন নিকোলাস। ২০১৯ সাল থেকে ওজন ঝরাতে ঝরাতে তিন বছরে ১৮২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন ওই ব্যক্তি।

আরও পড়ুন: ‘হাক’ দিলেই তৈরি হবে বিদ্যুৎ! কেমন ভাবে? নয়া বিজ্ঞানের নয়া আবিষ্কার দেখে নিন

আরও পড়ুন: ২০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে! বড় সড় বিপদ থেকে কি আর রেহাই নেই? আশঙ্কায় বিজ্ঞানীরা

তাঁর এই তিন বছরের অভিজ্ঞতা বেশ সুন্দর বলেই জানান নিকোলাস। নিকোলাস বলেন, নিজেকে কখনই একটি গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখো না। যত সীমাবদ্ধ রাখবে ততই মনে করবে এটুকুই তুমি করতে পারো। কিন্তু আদতে সব সীমা পেরিয়ে যাওয়া উচিত তোমার। নিজের জীবন থেকে সেই শিক্ষাই পেয়েছেন নিকোলাস। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, তার এই ওজন কমানোর লক্ষ্যে তাঁকে সঙ্গ দিয়েছে পরিবারের সব সদস্য। বাবা মা থেকে শুরু করে ভাই বোনেরা সবাই মিলে তাঁর পাশে ছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup