ক্রয় কমিটিতে ৪৪৭ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৪৪৬ কোটি ৯৬ লাখ টাকার পাঁচটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৩৩৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে পুরাতন ব্রক্ষ্মপুত্র, ধরলা, তুলাই ও পূনর্ভবা নদী খনন প্রকল্পের চারটি প্যাকেজ অনুমোদন পেয়েছে। এর বাইরে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১১০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সংযোগ সড়ক প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্প পাস হয়েছে। বৈঠক শেষে এ নিয়ে ব্রিফ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আশ্রয়ণ-২ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বরাদ্দকৃত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানের বিভিন্ন সেবা সরাসরি ডিপিএম পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।