শক্তিগড়ে অনুব্রতর খাবার টেবিলে হাজির কৃপাময়কে দিল্লিতে তলব EDর

অনুব্রত মণ্ডলকে ল্যাংচা খাইয়ে এবার ইডির ডাক পেলেন বীরভূমের তৃণমূল নেতা কৃপাময় ঘোষ। বুধবার তাঁকে চিঠি পাঠিয়ে দিল্লি তলব করেছে ইডি। সূত্রের খবর, বৃহস্পতিবারই হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

দোলের দিন অনুব্রতকে আসানসোল জেল থেকে কলকাতায় আনার পথে শক্তিগড়ে জলখাবারের জন্য থামে কনভয়। সেখানে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে দেখা যায় তিন মূর্তিকে। তদন্ত করে জানা যায় তাঁদের একজন বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদ নেতা কৃপাময় ঘোষ। কৃপাময়ের সঙ্গে মৃদু স্বরে কিছু কথা বলতেও দেখা যায় অনুব্রতকে। পরে দোকানি জানান, অনুব্রত ও তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা জেল ও পুলিশের কর্মীদের খাবার বিল মিটিয়েছেন ওই কৃপাময়।

এর পরই সরব হয় বিরোধীরা। তাদের প্রশ্ন, জেল হেফাজতে থাকাকালীন একজন ব্যক্তি কী করে প্রশাসনের কর্মী ছাড়া অন্য কারও সঙ্গে কথা বলতে পারেন। দিল্লি যাওয়ার আগে অনুব্রতকে শেষ মুহূর্তের পাঠ পড়াতে কৃপাময় ও সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্দাকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি গিয়ে তিনি যেন বেফাঁস বলে না ফেলেন সেকথাই অনুব্রতকে বোঝাচ্ছিলেন তাঁরা। যদিও কেষ্টর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, মেয়ে সুকন্যার দেখভালের দায়িত্ব কৃপাময় ও তুফানের ওপর দিয়ে গিয়েছেন কেষ্ট। সেই কৃপাময়কে এবার তলব করল ইডি।

অনুব্রতর সঙ্গে তাঁকে এক ফ্রেমে দেখতে পাওয়ার পর সংবাদমাধ্যমের তরফে কৃপাময়ের সঙ্গে একাধিকবার বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাফল্য মেলেনি। তবে কৃপাময়ের হোয়াটসঅ্যাপ স্টেটাস সবার চোখ কেড়েছে। সেখানে লেখা, ‘রন্ধে রন্ধে তুমি, তুমি শিরায় উপশিরায়’ এবার দেখার বৃহস্পতিবার দিল্লিতে ইডির দফতরে কৃপাময় হাজির হন কি না।