Virat Kohli Jumps Into Top 15 In Latest ICC Rankings After His 186-run Knock Against Australia, Know In Details

মুম্বই: প্রায় সাড়ে তিন বছরের খরা মিটিয়ে টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) ১৮৬ রান করেছিলেন কোহলি। তার পুরস্কারও পেলেন। আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) ব্যাটারদের তালিকায় লম্বা লাফ দিলেন বিরাট।

বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। গোটা সিরিজে কোহলি, আর অশ্বিন এবং অক্ষর পটেলরা দুরন্ত ছন্দে ছিলেন। যে কারণে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি করেছেন তাঁরা।

সবচেয়ে বড় লাফটা মেরেছেন বিরাট কোহলি। তিনি এক লাফে র‌্যাঙ্কিংয়ের আট ধাপ উপরে উঠে এসে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন। একটা সময়ে সব ফর্ম্যাটে বহু দিন বিশ্বের এক নম্বর ছিলেন কোহলিই। কিন্তু ধারাবাহিক ব্যর্থতার জেরে গত বছরের জুলাই মাসে টেস্টে প্রথম দশ থেকে থেকে ছিটকে যান। প্রথম দশে ঢুকতে না পারলেও, শীঘ্রই যে তিনি নিজের হারানো জায়গা ফিরে পেতে বদ্ধপরিকর, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। আমদাবাদ টেস্টে কোহলির ১৮৬ রান নিঃসন্দেহে তাঁর কাছে বড় অক্সিজেন। সদ্যসমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের সর্বোচ্চ এবং সামগ্রিক ভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে প্রথমে দশে রয়েছেন ভারতের দুই ক্রিকেটার। ঋষভ পন্থ রয়েছেন ৯ নম্বরে। রোহিত শর্মা আছেন ১০ নম্বরে। 

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন (R Ashwin)। তিনি আগেই জেমস অ্যান্ডারসনকে সরিয়ে সিংহাসনে বসেছিলেন। দু’জনের মধ্যে এক নম্বর জায়গা দখলেক লড়াই চলছিলই। তবে আমদাবাদে এক ইনিংসে ফের পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন অশ্বিন। তিনি অজিদের প্রথম ইনিংসে মোট ৬ উইকেট নিয়েছিলেন। এই নিয়ে কেরিয়ারের ৩২তম বার তিনি টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। সেই সঙ্গে তাঁক রেটিং পয়েন্ট বেড়ে হয়ে যায় ৮৬৯। যার ফলে কিংবদন্তি ইংরেজ পেসার পিছিয়ে পড়েন। অ্যান্ডারসনের রেটিং পয়েন্ট ৮৫৯। অশ্বিন বর্ডার-গাওস্কর ট্রফির চার ম্যাচের সিরিজে ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। রবীন্দ্র জাডেজার সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা হয়েছেন। অশ্বিন এই সিরিজে দু’বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন। নাগপুরে তিনি ৩৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এবং আমদাবাদে ৯১ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের আরও একজন। রবীন্দ্র জাডেজা। তিনি রয়েছেন ৯ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় জাডেজা রয়েছেন শীর্ষে। অশ্বিন এই তালিকায় দুইয়ে রয়েছেন। অক্ষর পটেল চারে জায়গা করে নিয়েছেন। কোহলি এবং অশ্বিন ছাড়াও অক্ষর পটেলও এই সিরিজে ভাল পারফরম্যান্স করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৮ গড়ে ২৬৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনে রয়েছেন অক্ষর। যার ফলে তিনি টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ উপরে উঠে ৪৪ নম্বরে জায়গা করে নিতে পেরেছেন।

আরও পড়ুন: সেঞ্চুরি করে খোশমেজাজে, বিখ্যাত ডান্স গ্রুপের সঙ্গে কোহলির নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল