লিবিয়া থেকে বিপুল ইউরেনিয়াম উধাও

লিবিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে বিপুল ইউরেনিয়াম খোয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এক বিবৃতিতে আইএইএ জানায়, প্রায় ২ দশমিক ৩ টন ইউরেনিয়ামের কোনও হদিস পাওয়া যাচ্ছে না।   

বিবৃতিতে আইএইএ জানায়, পারমানবিক পদার্থগুলোর অবস্থান সম্পর্কে অবগত না থাকায় তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, প্রায় ১০ ড্রাম ইউরেনিয়াম আকরিক যে স্থানে থাকার কথা ছিল সেখানে নেই। অঞ্চলটি লিবিয়া সরকারের নিয়ন্ত্রণাধীন না। এ বিষয়ে শিগগিরই পরবর্তী করণীয় ঠিক করবে আইএইএ।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ২০০৩ সালে গোপন আলোচনার পর পারমানবিক, রাসায়নিক এবং জৈব অস্ত্র তৈরির কর্মসূচি থেকে সরে আসেন লিবিয়ায় তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির শাসনামলে ইউরেনিয়াম উত্তোলনের জন্য আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ছিল লিবিয়া।  

গাদ্দাফির পতনের পর লিবিয়ায় রাজনৈতিক সংকট তীব্র হয়। ত্রিপলিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সামরিক নেতা খলিফা হাফতারের কারণে দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রন বিভক্ত হয়ে ব্যাপক বিশৃংখলার সৃষ্টি হয়। ২০২০ সালে সশস্ত্র যুদ্ধের সমাপ্তি হলেও, এখনও ফেরেনি স্থিতিশীলতা। সূত্র: আল জাজিরা