Student Missing: হুগলিতে নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, টিউশন পড়তে গিয়ে কোথায় গেল?

এখন রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। আর তার মধ্যেই এক পরীক্ষার্থী নিখোঁজ হয়ে গেল হুগলি জেলা থেকে বলে খবর। টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম অনিতা কুমারী পাসওয়ান। প্রথম পরীক্ষা সে ভালই দিয়েছিল। বুধবার পরীক্ষা না থাকায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল ছাত্রীটি। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হিন্দমোটর যতীন্দ্রমোহন সরণীর বাসিন্দা অনিতা কুমারী পাসওয়ান।

ঠিক কী ঘটেছে হুগলিতে?‌ মেয়ে বাড়ি না ফেরায় ছাত্রীর বাবা গৃহশিক্ষকের কাছে গিয়ে জানতে পারেন তাঁর মেয়ে সেখানে পড়তেই যায়নি। ভদ্রকালি সারদামনি গার্লস স্কুলের ছাত্রী অনিতা কুমারী পাসওয়ানকে কোথাও খুঁজে না পেয়ে আতঙ্কে রয়েছে গোটা পরিবার। এই বিষয়ে ছাত্রীর বাবা পবন পাসওয়ান বলেন, ‘‌সকাল সাড়ে ১০টায় পড়তে গিয়েছিল আমার মেয়ে। দুপুর আড়াইটের সময় মেয়ের সঙ্গে কথা হয় মোবাইলে। বলেছিল একটু পরেই বাড়ি ফিরবে। কিন্তু তার পর থেকে কোনও খোঁজ নেই। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এখন আর মোবাইলে তাকে পাওয়া যাচ্ছে না। তাই উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অনিতা কুমারীর বাবার কথায়, ‘‌মেয়ে পথঘাট খুব একটা চেনে না। কোথায় গেল বুঝতে পারছি না।’‌ অনিতা নিজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট উদ্যোগী ছিল। সে নিজে থেকে এভাবে কোথাও চলে যেতে পারে না। নিশ্চয়ই কোনও বিপদ হয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। তাই পুলিশ প্রশাসনের কাছে নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার বাবা।‌

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, নিখোঁজ পরীক্ষার্থীকে খুঁজে বের করতে টিম গঠন করা হয়েছে। গৃহশিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির সঙ্গে কোনও ছেলের প্রেমের সম্পর্ক আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কথা বলা হবে মেয়েটির বন্ধুদের সঙ্গেও। সেখান থেকে কোনও গোপন তথ্য বেরিয়ে আসতে পারে। আর এলাকার সিসিটিভি স্ক্যান করেও তথ্য সংগ্রহের কাজ চলছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup