৩৩ মিনিটে শূন্য ভোট

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। ইভিএম পদ্ধতির এই নির্বাচনে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই। কোনও কেন্দ্রে ভোটার দু-একজন, কোথাও ভোটারই নেই।

লালমাইয়ের ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, ভোট শুরুর ৩৩ মিনিট পরেও নারী কেন্দ্রে এক নম্বর বুথে কোনও ভোট পড়েনি। পাশের দুই নম্বর বুথে পড়েছে মাত্র তিনটি ভোট। আবার পুরুষ কেন্দ্রের এক নম্বর এবং দুই নম্বর বুথে যথাক্রমে আট ও নয় ভোট পড়েছে।

নারীকেন্দ্রের এক নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রিয়াদ শাহরিয়ার রিয়াজ বলেন, ‘ভোটার আসেনি। তাই এখন পর্যন্ত এক ভোটও পড়েনি।’

কেন্দ্রের ভোটার রোজিনা বেগম বলেন, ‘সকাল সকাল ভোট দিয়ে ফ্রি হয়ে নিলাম। তবে ভোটার নেই। আমি আর আমার জা এসেছি ভোট দিতে।’

নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৭৯১ জন। তবে কেন্দ্রে ভোটার উপস্থিত কম। এখন পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। আশা করি কোনও সমস্যা হবে না।’