Calcutta High Court: ‘তদন্তের নামে লুকোচুরি খেলবেন না’! পোস্টার কাণ্ডে তদন্তে অসন্তোষ হাইকোর্টের

তিন সদস্যের বৃহত্তর বেঞ্চেই হবে বেনামি পোস্টার ও কোর্ট রুম অবরোধ মামলার শুনানি। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে বেশ ক্ষুব্ধ আদালত। তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানিতে অবশ্যই পোস্টার কান্ডে জড়িত ছ’জনকে হাজির করাতে হবে। বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে এই মামলার শুনানি হয়।

বুধবার তদন্তের অগ্রগতির রিপোর্ট আদালতের কাছে জমা দেয় কলকাতা পুলিশ। সেই রিপোর্ট না খুলেই বিচারপতি সরকারি কৌঁসুলির উদ্দেশে জানিয়ে দেন,’আমরা এই রিপোর্ট এখন খুলছি না। তদন্তের নামে আদালতের সঙ্গে লুকোচুরি খেলবেন না। তদন্ত শামুকের গতিতে না ঘোড়ার গতিতে, কী গতিতে এগোচ্ছে আমরা দেখব।’ বিচারপতি শিবজ্ঞানমের আরও বলেন,’এই ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের সম্মান জড়িত। আশা করি সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। সঠিক নাম দিন, এক জন দোষ করেছে অন্যজনের নাম দেওয়া ঠিক হবে না।’

যে ছ’জনের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ রয়েছে, এই মামলায় হাজির হতে বলা হয়েছিল, তাঁরা কেউ হাজির হননি। বিচারপতি কোর্টরুমে ঘেরাও করার অভিযোগ যে সব আইনজীবীদের বিরুদ্ধে তাঁদের নাম মুখবন্ধ খামে বার অ্যাসোসিয়েশনকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।