Patrick French’s Death: প্রয়াত প্যাট্রিক ফ্রেঞ্চ, ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনাবসান বিখ্যাত ঐতিহাসিকের

ব্রিটিশ লেখক, ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ প্যাট্রিক ফ্রেঞ্চ প্রয়াত। চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পরে জীবনাবসান হয়েছে তাঁর। বৃহস্পতিবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের সূত্রে এমনই জানা গিয়েছে।

প্যাট্রিক ফ্রেঞ্চ শিক্ষাবিদ হিসাবে খুবই পরিচিত নাম। তবে লেখালিখির জন্যও তিনি অতি পরিচিত ছিলেন। ভিএস নাইপলের জীবনী ‘দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াট ইট ইজ’ এবং ‘ইন্ডিয়া: এ পোর্ট্রেট’-এর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার মধ্যেও তিনি লেখালিখি থামাননি। কিন্তু সেই কলম এবার থামল। বৃহস্পতিবার সকাল ৮টায় (লন্ডনের স্থানীয় সময়) তিনি মারা গিয়েছেন। তাঁর স্ত্রী মেরু গোখলে এমনই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

আরও পড়ুন: প্রয়াত ‘নুক্কাড়’-এর খোপড়ি সমীর খাখর, শোকের ছায়া বিনোদন জগতে

আরও পড়ুন: ‘আমার ভাইকে হারালাম’, বন্ধু সতীশকে হারিয়ে শোকস্তব্ধ অনিল কাপুর

পেঙ্গুইন প্রেস গ্রুপের প্রাক্তন প্রকাশক মেরু গোখলে৷ তিনি জানিয়েছেন, ‘আজ সকাল ৮টা ১০-এ আমার প্যাট্রিক ফ্রেঞ্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ দিন যুদ্ধের পরে লন্ডনে জীবনাবসান হয়েছে তাঁর। তিনি একজন ব্যতিক্রমী পিতা, বন্ধু, স্বামী, শিক্ষক এবং অনেকের জন্য পরামর্শদাতা ছিলেন। তাঁর সেবামূলক কাজ এবং ভালোবাসা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তিনি শান্তিতেই চলে গিয়েছেন কষ্ট না পাওয়ার দেশে।’ 

প্যাট্রিক ফ্রেঞ্চের মৃত্যুতে বহু নামজাদা মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ এবং লেখক শশী থারুর, ঐতিহাসিক উইলিয়াম ডালরিম্পল এবং রামচন্দ্র গুহ।