Somnath Bhattacharya: পানিহাটির যুব সভাপতিকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস, কেন এমন ঘটল?

সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় নামের দুই যুবনেতাকে। কারণ নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা। দলের শীর্ষ নেতৃত্ব বলেছেন, ‘তৃণমূল কখনও অন্যায়কে প্রশ্রয় দেয় না।’ এবার আরও একবার সেটার প্রমাণ দিল তৃণমূল কংগ্রেস। আর্থিক দুর্নীতি এবং দলবিরোধী কাজের জন্য এবার পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হল। ওই দুই যুবনেতাকে বহিষ্কার করার ঠিক দু’দিনের মাথায় আবারও এক যুবনেতাকে তাড়াল তৃণমূল কংগ্রেস।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, সম্প্রতি পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যের নামে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগ বারবার আসছিল রাজ্য অফিসে। তখন তদন্তে নেমে দেখা যায়, এই অভিযোগ সত্য এবং অনৈতিক কাজের সঙ্গেও জড়িত সোমনাথ ভট্টাচার্য। তাই দলের স্বচ্ছতা বজায় রাখতে সঙ্গে সঙ্গে তৃণমূল যুব সভাপতি সোমনাথ ভট্টাচার্যকে দল থেকে বহিষ্কার করা হল।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ সোমনাথ ভট্টাচার্য সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। তাই দল থেকে বহিষ্কারের পাশাপাশি পানিহাটি পৌরসভার চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে তাঁকে। এই বিষয়ে উত্তর পানিহাটি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ চৌধুরী বলেন, ‘‌দলের শীর্ষ নেতৃত্বের কাছে ওনার নামে অনেক অভিযোগ জমা পড়েছিল। কোনও কর্মসূচিতে থাকতেন না। অনেক টাকা নেওয়ারও অভিযোগ উঠেছিল। আগে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তাঁকে দফতর থেকে সরিয়ে দিয়েছিলেন। এবার ওনাকে দল থেকে বহিষ্কার করা হল নানা অভিযোগ প্রমাণ হওয়ায়।’‌

আর কী জানা যাচ্ছে?‌ সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকেই টিকিট দেওয়া হবে বলে ঠিক করেছে তৃণমূল কংগ্রেস। আর কোনও দাগ থাকলে তাঁকে সরিয়ে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত ঘাসফুল শিবিরের। যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘‌রাজ্যে যেভাবে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের মধ্যে যে স্বচ্ছতা আছে তা মানুষের মধ্যে প্রমাণ করতেই এই বহিষ্কার।‌’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup