Aleem Dar: ৪৩৫ ম্যাচের রেকর্ড, ১৯ বছর পরে এলিট প্যানেল থেকে অবসর আলিম দারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) আলিম দার (Aleem Dar) একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। তিনি ৪৩৫টি পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। জানা গিয়েছে তিনি ২০২৩-২৪ সালের ICC-র এলিট প্যানেল অফ আম্পায়ার থেকে পদত্যাগ করেছেন।

দারের জায়গায় এসেছেন সহকর্মী আহসান রাজা (Ahsan Raza)। তিনি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) নবাগত অ্যাড্রিয়ান হোল্ডস্টকের (Adrian Holdstock) সঙ্গে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আম্পায়ারদের ১২ সদস্যের বর্ধিত প্যানেলে যোগ দেন।

৫৪ বছর বয়সী দার ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে অভিজাত এই প্যানেলের সদস্য ছিলেন। মোট ১৪৪টি টেস্ট ম্যাচ, ২২২টি একদিনের আন্তর্জাতিক এবং ৬৯ টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

দার ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: Hardik Pandya: ‘আমি এক শতাংশও অঙ্গ নই দলের, আমি খেলবই না’! অকপট হার্দিক পাণ্ডিয়া

দারের অবদানের প্রশংসা করে, আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস (Geoff Allardice) বলেছেন, ‘আলিমের অবদান আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইসিসিতে সত্যিই অসাধারণ। এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে অভিজাত পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে জড়িত সকলের কাছ থেকে প্রচুর সম্মান পেতে দেখেছে। আমি আলিমকে শুভকামনা জানাই এবং আমি নিশ্চিত যে আগামী বহু বছর ধরে খেলার সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত থাকবে’।

 

আরও পড়ুন: Hardik Pandya, IND vs AUS 1st ODI: রোহিতের অবর্তমানে কোন ওপেনিং জুটির উপর ভরসা রাখলেন হার্দিক?

দার আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে তার সময়কে মনে রেখে, যোগ করেছেন, ‘এটি একটি দীর্ঘ যাত্রা, কিন্তু আমি এটির প্রতিটি অংশ উপভোগ করেছি। আমি সারা বিশ্বে আম্পায়ারিং করার আনন্দ এবং সম্মান পেয়েছি এবং আমি যা অর্জন করেছি তা আমি স্বপ্নেও ভাবিনি যখন এই পেশায় কাজ শুরু করেছিলাম’।

তিনি আরও বলেন, ‘যদিও আমি এখনও আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী, তবে আমি অনুভব করেছি যে এখনই সঠিক সময়, ১৯ বছর পর এলিট প্যানেল থেকে সরে আসার এবং আন্তর্জাতিক প্যানেলের কাউকে সুযোগ দেওয়ার জন্য। আম্পায়ারদের কাছে আমার বার্তা’।

দারই প্রথম পাকিস্তানি আম্পায়ার যিনি এলিট প্যানেলের অংশ ছিলেন এবং ২০১০ এবং ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পাঁচটি ৫০ ওভারের বিশ্বকাপ এবং সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)