World sleep day 2023: নিদ্রা দিবসে ঘুমিয়ে থাকুন, আসতে হবে না অফিসে! কর্মীদের কেন এমন কড়া নির্দেশ

এই বছর ১৭ মার্চ আন্তর্জাতিক নিদ্রা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের রোজকার জীবনে ঘুমের গুরুত্ব মনে করিয়ে দিতেই এই দিনটির উদযাপন। আর এই দিনেই একটি বিশেষ ঘোষণা করল বেঙ্গালুরুর একটি সংস্থা। আন্তর্জাতিক নিদ্রা দিবসে তাদের কর্মীদের জন্য ঘুমের ব্যবস্থা করল এই সংস্থা। ব্যাপারটি ঠিক কেমন? সংস্থার তরফে পেশাদারদের সমাজমাধ্যম লিঙ্কডইনে একটি অন্য ধাঁচের পোস্ট করা হয়। সেখানেই জানানো হয়, ঘুমের কথা। শুক্রবার ১৭ মার্চ আন্তর্জাতিক নিদ্রা দিবস হিসেবে পালন করা হচ্ছে। তাই এই দিনটি সমস্ত কর্মচারীরা ছুটি নিতে পারেন। এমনটাই ঘোষণা করে ওই সংস্থা। কিন্তু কেন এই ছুটি! ওয়েকফিট নামের সংস্থাটি জানায়, এই দিনটি কর্মীদের শুধু ঘুমের জন্যই ছুটি দেওয়া হচ্ছে। হাজার একটি কাজের মাঝেও ঘুম বেশ জরুরি। তাই একটি দিন শুধু ঘুমের দিন!

আরও পড়ুন: প্রেম দুটো, কিন্তু বিয়ে কাকে? শেষে দুই প্রেমিকাই বাতলে দিলেন দারুণ ফন্দি

আরও পড়ুন: টাকা দিয়েই সুখ কেনা যায়, তবে কত টাকা? হাতেকলমে হিসেব দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ

ওয়েকফিট সলিউশন একটি ডি২সি (অর্থাৎ সরাসরি ক্রেতাদের পরিষেবা প্রদানকারী) সংস্থা। বাড়ির আসবাবপত্র বিক্রির সংস্থা বর্তমানে এটি বেশ জনপ্রিয়। ১৫ মার্চ ওয়েকফিট তাদের কর্মীদের একটি মেইল পাঠায়। সেখানেই জানায়, বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে বিশ্রামের জন্য ওয়েকফিটের সব কর্মচারীদের আগামী ১৭ মার্চ ২০২৩ ছুটি দেওয়া হল। মেইলে লেখা হয়, এই দিনটিকে একটি বিকল্প ছুটির দিন হিসেবে ধরা হচ্ছে। অন্যান্য ছুটির দিনের মতোই এই দিনটির ছুটি পেতে এইচআর (কর্মীদের নিয়োগ ও অন্যান্য সুবিধা দেখেন যাঁরা) পোর্টালে আবেদন করা যাবে।

আরও পড়ুন: বেশি দূষণে পুরুষ মৌমাছিদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে স্ত্রীরা! বিপদ বাড়ছে মানুষেরও

আরও পড়ুন: কাপড় ড্রাই ক্লিন করান? তা থেকেই বাসা বাঁধছে মারাত্মক রোগ, কোনও চিকিৎসাও নেই

মেইলের ছবি পোস্ট করে লেখা হয়, আজ শুক্রবার। আজ ছুটির দিন নিয়ে সামনে একটি লম্বা ছুটির দিন আসছে। ফলে এটা একদম সঠিক সুযোগ দরকার মতো ঘুমিয়ে নেওয়ার। ভালো করে বিশ্রাম নিয়ে নেওয়ার। পোস্টটি শেয়ার করার পর অনেক নেটিজেন পোস্টটি লাইক করেন। এমনকী পোস্টটিতে সংস্থার এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup