Sanjeev Goyenka make huge announcement afetr win the ISL title

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবুজ-মেরুন প্রথমবার আইএসএল জেতার পরেই বড় ঘোষণা করে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই মোহনবাগানের সামনে থেকে সরল হাজার বিতর্কের ‘ATK’। দলের নতুন পরিচয় এখন মোহনবাগান সুপার জায়ান্টস। এই নামেই আগামী মরসুম থেকে খেলবে সবুজ-মেরুন বাহিনী। 

ট্রফি হাতে তোলার আগে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “আমি একটা বড় ঘোষণা করতে চলেছি। আগামী মরসুম থেকে এটিকে আর থাকছে। বরং  মোহনবাগান সুপার জায়ান্টস নামেই আমাদের দল খেলবে।” দলের অন্যতম ডিরেক্টরের মুখ থেকে এমন বক্তব্য শোনার পর থেকে হাতি দিতে দেখা গেল অধিনায়ক প্রীতম কোটাল ও দলের সব ফুটবলারদের। 

আরও পড়ুন: ISL Final 2023, ATKMB vs BFC: বিশ্বকাপ ফাইনালের রিমেক, বেঙ্গালুরুকে হারিয়ে প্রথমবার আইএসএল জিতে নিল এটিকে মোহনবাগান

আরও পড়ুন: Cristiano Ronaldo: ফের্নান্দো স্যান্টোসের ‘বাতিল ঘোড়া’ রোনাল্ডোকে দলে রেখে বড় বার্তা দিলেন রবার্তো মার্টিনেজ

২০২০ সালে মোহনবাগানের ইনভেস্টার হিসেবে যুক্ত হয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার এটিকে। তখনই ফুটবল দলের নাম হয় এটিকে মোহনবাগান। কিন্তু মোহনবাগানের সামনে প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন দল ‘ATK’ নামটি জুড়ে যাওয়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি সমর্থকদের একাংশ। বিক্ষোভ প্রদর্শন করে ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সবুজ-মেরুন ভক্তদের অনেকেই। এমনকী ম্যাচ বয়কটের দাবিও তোলা হয়েছিল। তা সত্ত্বেও ‘ATK’ সরিয়ে ফেলার দাবি পূরণ হয়নি। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। 

গত মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন হয় মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির। সেদিনই ক্লাবের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল শীঘ্রই ‘ATK’ নামটি সরানো নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা হতে পারে। সঠিক সময়ের অপেক্ষা করা হচ্ছে। এর চেয়ে সঠিক সময় আর কী-ই হতে পারত।

একদিকে যখন সন্তোষ ট্রফি, রঞ্জি ট্রফিতে তীরে এসে তরী ডুবেছে বাংলার, তখন মোহনবাগানের হাত ধরেই বাংলার খেলারদুনিয়ার ঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছিলেন ক্রীড়াপ্রেমীরা। বেঙ্গালুরুকে হারিয়ে সেই স্বপ্নপূরণ তো হলই, উপরি পাওনা হিসেবে সরল ‘ATK’। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)