Ban Vs Ire 1st ODI: Shakib Al Hasan Completes 7 Thousand ODI Runs, Bangladesh Largest Score In ODI


সিলেট: নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। তবে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নজির গড়লেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়ে তাওহিদ হৃদয়কেও। দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাতছাড়া করলেও দল হিসাবে নজির গড়ল বাংলাদেশও।

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ তাদের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ল সিলেটে। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে। ওয়ান ডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস ছিল ৩৩৩/৮। ২০১৯ সালে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ইনিংস খেলেছিলেন টাইগাররা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সেই রেকর্ড ভেঙে দিলেন শাকিবরা। বাংলাদেশের সর্বোচ্চ রানের ওয়ান ডে ইনিংস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে সিলেটের ৩৩৮ রানই।

সেঞ্চুরি হাতছাড়া করলেও শাকিব এদিন অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন পেরলেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ৭০০০ রান পূর্ণ করলেন শাকিব। তাঁর আগে তামিম ইকবালের ওয়ান ডে-তে সাত হাজারের বেশি রান ছিল। তামিম ২৩৫টি ওয়ান ডে ম্যাচের ২৩৩টি ইনিংসে ব্যাট করে ৮১৪৬ রান সংগ্রহ করেছেন। শাকিব ২২৮টি ওয়ান ডে ম্যাচের ২১৬টি ইনিংসে ৭০৬৯ রান করলেন।

আইরিশদের বিরুদ্ধে এই ম্যাচে শাকিব দলের হয়ে সব থেকে বেশি ৯৩ রান করে আউট হন। ৮৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। তাওহিদ ৮৫ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। তিনি ৮টি চার ও ২টি ছক্কা মারেন। শেষ দিকে চালিয়ে খেলে মুশফিকুর রহিম ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। আয়ার্ল্যান্ডের বোলারদের মধ্যে সেরা গ্রাহাম হিউম। ১০ ওভারে ৬০ রান দিয়ে তিনি ৪ উইকেট নেন।

ওয়েলিংটনের কীর্তি

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে স্বমহিমায় কেন উইলিয়ামসন (Kane Williamson)। নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর থেকে যেন আরও বিধ্বংসী ফর্মে তিনি। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে নিউজিল্যান্ড। ৫৮০/৪ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার দিয়েছেন টিম সাউদিরা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ২৬/২। ফিরে গিয়েছেন ওশাদা ফার্নান্দো (৬ রান) ও কুশল মেন্ডিস (০)।

ওয়েলিংটনে রেকর্ডের ছড়াছড়ি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া ডাবল সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। ২১৫ রান করে আউট হন উইলিয়ামসন। ২০০ রানে অপরাজিত ছিলেন নিকোলস। উইলিয়ামসন ও নিকোলস নিউজিল্যান্ডের প্রথম দুই ব্যাটার, যাঁরা এক টেস্টের এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করলেন। 

এদিন ৯১ রান করার সঙ্গে সঙ্গে একটি ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করলেন উইলিয়ামসন। টেস্ট ক্রিকেটে তাঁর ৮ হাজার রান পূর্ণ হল। এদিনের ইনিংসের পর টেস্টে তাঁর রানসংখ্যা দাঁড়াল ৮১২৪। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে টেস্টে ৮ হাজার রানের গণ্ডি পেরলেন উইলিয়ামসন। করলেন নিজের ২৮তম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪১টি সেঞ্চুরি হয়ে গেল উইলিয়ামসনের। তিনি পেরিয়ে গেলেন রস টেলরকে। উইলিয়ামসনই এখন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।

আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?