কেকের মৃত্যুর দায় কার? জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে মোক্ষম প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ

গ্রেফতার হয়েছিলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এবার সেই গ্রেফতারি প্রসঙ্গে একেবারে মোক্ষম প্রশ্ন তুলে আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি তুলে আনলেন কলকাতায় প্রয়াত হওয়া বিখ্য়াত সঙ্গীতশিল্পীর কেকের প্রসঙ্গ।

তিনি সোশ্য়াল মিডিয়ায় জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন। তার দাবি রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এসব করা হয়েছে।

একদিকে পানিহাটির দইচিঁড়ের মেলাতে পদপিষ্ঠ হওয়ার ঘটনা ও অন্যদিকে কলকাতায় সঙ্গীতশিল্পী কেকের মৃত্যুর প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে। অথচ গত বছর পানিহাটির দইচিঁড়ে মেলায় পদপিষ্ট হয়ে ৩জন মারা গিয়েছিলেন। মারাত্মক অব্যবস্থাপনায় প্রাণ দিলেন বিখ্য়াত গায়ক কেকে। কেউ কি গ্রেফতার হয়েছে? হয়নি। কারণ তারা শাসকদলের লোক। প্রশ্ন তুলে দিয়েছেন খোদ দিলীপ ঘোষ।

এর সঙ্গে পুরানো খবরের কিছু কাটিং তিনি ফেসবুকে তুলে ধরেছেন। তিনি দুটি দিকে দেখিয়েছেন, পানিহাটির মেলায় পদপিষ্ঠ হওয়ার ঘটনা। অন্যদিকে কেকের মৃত্যুর প্রসঙ্গ। অন্যদিকে বিজেপির কথা উল্লেখ করে তিনি লিখেছেন আসানসোলে কম্বল বিতরণের সময় পদপিষ্ট। তাঁর মতে, তৃণমূলের বেলায় গ্রেফতার হয় না। কিন্তু বিজেপির অনুষ্ঠানের বেলায় জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়। এনিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন সঙ্গীতশিল্পী কেকে। প্রচন্ড ভিড় হয়েছিল। এরপর অনুষ্ঠান শেষ করে তিনি হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। আর তারপরই মৃত্যু। বলা হয়েছিল সেদিন প্রচন্ড ভিড় হয়েছিল কেকের অনুষ্ঠানে। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে মৃত্যু হয়েছিল তাঁর।

কৃষ্ণকুমার কুন্নাথ বা আমরা যাঁকে কেকে বলে চিনি তিনি মাত্র ৫৩ বছর বয়সে  চলে যান সুরলোকে। রেখে যান তাঁর অসংখ্য গান এবং গুণমুগ্ধ ভক্তদের। কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি। তাঁর জনপ্রিয় গান ‘ হাম রহে ইয়া না রহে’ গেয়েছিলেন।

এখানেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, কেকের মৃত্যুর দায় কেন সরকার নিল না। আর কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে আসানসোলে মৃত্যু হয়েছিল কয়েকজনের। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। অন্যদিকে পানিহাটির দইচিঁড়ের মেলাতেও পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩জনের। কেন সেখানে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? প্রশ্ন উঠেছিল সেই সময়।

তবে দিলীপ ঘোষের ইঙ্গিত মৃত্যুর দায় নিয়ে কেন দ্বিচারিতা করা হয়? বিজেপির অনুষ্ঠানে মৃত্যু হলে গ্রেফতার হন জিতেন্দ্র তিওয়ারি, কিন্তু কেকের মৃত্যুর দায় নিতে চায় না সরকার। পানিহাটির মৃত্যুর দায় নিতে চায় না সরকার। প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।