হিমার্স ও হাউইটজারের আরও গোলাবারুদ পাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের জন্য আরও ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহযোগিতার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য নিশ্চিত করেছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সহযোগিতা প্যাকেজে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ও হাউইটজারের জন্য আরও গোলাবারুদ দেওয়া হবে। রুশবিরোধী আক্রমণে এই মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন।

ব্লিঙ্কেনের বিবৃতিতে বলা হয়েছে, এই সহযোগিতায় আরও থাকবে ব্র্যাডলি সামরিক যান, হার্ম ক্ষেপণাস্ত্র, ট্যাংকবিধ্বংসী অস্ত্র, নৌযান ও অন্যান্য সরঞ্জাম।

মার্কিন অস্ত্রভাণ্ডার থেকে এসব সমরাস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনকে সরবরাহ করা হবে।

অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও ঘোষণা দিয়েছেন, যত দিন প্রয়োজন তত দিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, চাইলেই রাশিয়া আজ একাই এই যুদ্ধ বন্ধ করতে পারে। রাশিয়া যত দিন তা না করছে আমরা তত দিন ইউক্রেনের সঙ্গে ঐক্যবদ্ধ থাকব।

এর আগে সর্বশেষ প্রেসিডেন্সিয়াল ড্রডাউনের আওতায় এই মাসের শুরুতে ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠানো হয়েছিল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার প্রেসিডেন্সিয়াল ড্রডাউন তহবিল থেকে কিয়েভকে ৩২ বিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।