হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে মুঘল সম্রাটকে আহ্বান করে বিপাকে যুবক, মামলা করল পুলিশ

সংখ্য়ালঘু পরিবারের সদস্য় এক যুবক। নিজের হোয়াটস অ্য়াপ স্ট্যাটাসে তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে স্বাগত জানিয়েছিলেন। খবরটি জানাজানি হয়ে গিয়েছিল। তবে এই হোয়াটস অ্যাপ স্ট্যাটাসের জেরে এবার বিপাকে পড়লেন তিনি। ইতিমধ্য়েই পুলিশ তার বিরুদ্ধে মামলা শুরু করেছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরেই পুলিশ ব্যবস্থা নেয়।

মহারাষ্ট্রের কোলহাপুর জেলার ঘটনা। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে তিনি তার হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে স্বাগত জানিয়েছিলেন। সেকশন ২৯৫ অনুসারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কোনও ধর্মীয় স্থানের অবমাননা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

আধিকারিকরা জানিয়েছেন, ওই ব্যক্তি মুঘল সম্রাটকে আহ্বান করেছিলেন। ১৬ মার্চ বিষয়টি জানাজানি হয়। এর সঙ্গেই পুলিশ জানিয়েছে, সোশ্য়াল মিডিয়ায় কোনও ধর্ম সম্পর্কে কেউ কোনও বিরূপ মন্তব্য করবেন না। এদিকে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। কোনওভাবেই যাতে অপরের ধর্মকে আঘাত করা না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে অনুরোধ করেছে পুলিশ।

অভিজ্ঞ মহলের মতে, মূলত সোশ্য়াল মিডিয়ায় যদি কোনওরকম উসকানিমূলক মন্তব্য করা হয় তবে সমাজে তার কুপ্রভাব পড়তে পারে। সেকারণে সোশ্য়াল মিডিয়ায় কোনও মন্তব্য করার আগে সতর্কভাবে পা ফেলতে হয়।

এদিকে এর আগেও সোশ্য়াল মিডিয়ায় নানা বিরূপ বিষয় সম্পর্কে পোস্ট করে অনেককেই বিপাকে পড়তে হয়েছে। এনিয়ে পুলিশ প্রশাসন থেকে বার বার সতর্ক করা হয়। কিন্তু তারপরেও কেউ কেউ এখনও সতর্ক নন। এবার তার নজিরই পাওয়া গেল মহারাষ্ট্রে। তবে পুলিশ এক্ষেত্রে অশান্তি ছড়িয়ে পড়ার আগেই কড়া ব্য়বস্থা নিল।

তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা হল ২৯৫ ধারা। অর্থাৎ যে কোনও ধর্ম বা ধর্মীয় স্থানের সম্পর্কে যদি অপমানজনক বা অবমাননামূচক মন্তব্য করা হয় বা এই ধরনের বদ মতলব থাকে তার বিরুদ্ধে এই ধারা প্রয়োগ করা হয়। তবে ওই ব্যক্তি কেন তার স্ট্যাটাসে এভাবে ঔরঙ্গজেবকে স্বাগত জানাতে গেলেন তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি।