Duare Sarkar Camp: নজরে পঞ্চায়েত ভোট, গ্রামীণ এলাকায় বুথস্তরে দুয়ারে সরকার শিবির করবে রাজ্য

সামনেই পঞ্চায়েত নির্বাচন। সে দিকে নজর রেখে এবার বুথ স্তরে দুয়ারে সরকারের শিবির করবে রাজ্য সরকার। মূলত গ্রামীণ এলাকাতেই শিবিরের ক্ষেত্রে এই পদ্ধতি মেনে চলা হবে বলে নবান্না সূত্রে জানা গিয়েছে।

সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই সময় এই নির্দেশ তিনি দেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর সঙ্গে শিবির চলাকালীন প্রত্যেক দিনে জেলাশাসকদের সাংবাদিক বৈঠকও করতে বলা হয়েছে। কতজন লোক শিবিরে এলেন। কোনও ধরনের পরিষেবার জন্য তাঁরা আগ্রহ জানিয়েছেন সবই জেলাশাসকরা সাংবাদিকদের জানাবেন।

এর আগে কয়েকটি শিবিরে বিধবাভাতার আবেদন নেওয়া হচ্ছিল না। সূত্রের খবর, জনপ্রতিনিধিরা বিষয়টি সরকারের নজরে আনেন। এই শিবির থেকে বিধবাভাতার জন্যও আবেদন নেওয়া হবে।

(পড়তে পারেন। পর্যটকদের জন্য সুখবর! পুরীতে গেস্ট হাউস করবে রাজ্য)

টাস্ক ফোর্স গঠন

দুয়ারে সরকারে কোনও পরিষেবার জন্য আবেদন করলে তা যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি দফতরের নোডাল অফিসারদের নিয়ে রাজ্যস্তরে একাধিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রায় ২২টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দফতরের সচিবদের পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরাও রয়েছেন।

১ এপ্রিল থেকে দুয়ারে সরকার শুরু হবে। তা নির্বিঘ্নে চলছে কি না, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কি না তা নজর রাখবে এই টাস্ক ফোর্স। ৩২ টি পরিষেবা নিয়ে এবারের দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। ১০ এপ্রিল পর্যন্ত ক্যাম্প চলবে।