Balurghat: বর্ষার আগেই ইলেকট্রিক ট্রেন চলতে পারে বালুরঘাটে, দিন গুনছেন জেলাবাসী

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা দক্ষিণ দিনাজপুর। এবার সেই জেলার রেলপ্রকল্পে বড় খবর। এপ্রিল মাস থেকেই বালুরঘাটে ইলেকট্রিক ট্রেন চালু হবে বলে খবর। সূত্রের খবর মার্চ মাসেই এই প্রকল্প উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হবে এপ্রিল মাসে। রেলকে বৈদ্য়ুতিকরণের দাবি দীর্ঘদিনের। এবার সেই প্রকল্প বাস্তবায়িত হবে। অত্য়ন্ত খুশির খবর জেলাবাসীর জন্য। বালুরঘাটবাসীর দীর্ঘদিনে স্বপ্ন পূরণ হতে পারে এবার। এনিয়ে জোরকদমে কাজ চলছে। 

রবিবার বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন রেলপ্রকল্পের কাজ খতিয়ে দেখেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন,  চলতি মাসেই বৈদ্যুতিকরণের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ কিছুটা বাকি থেকে গিয়েছে। দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে এপ্রিল মাসেই এই কাজ শেষ হতে পারে। এপ্রিল থেকেই ইলেকট্রিক ট্রেন চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

সেক্ষেত্রে এবার বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে পারে। এদিকে এই কাজে কেন দেরি হচ্ছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ডিআরএম। কারণ একবার এই প্রকল্পের কাজ ঝুলে গেলে বর্ষা এসে গেলে সমস্যা বেড়ে যাবে। তখন আর নতুন করে কাজ করা যাবে না। সেকারণে একেবারে দ্রুততার সঙ্গে কাজ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বালুরঘাটে ইলেকট্রিক ট্রেন চালু হলে ট্রেনের গতিবেগ আগের তুলনায় অনেকটাই বাড়বে বলে মনে করছেন যাত্রীরা। সেক্ষেত্রে ট্রেনযাত্রার স্বাচ্ছন্দ্য বাড়বে আগের তুলনায়।  

এদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজেও উত্তরবঙ্গের রেল প্রকল্পগুলি যাতে দ্রুততার সঙ্গে রূপায়িত হয় সেব্য়াপারে নিজেও উদ্যোগী হন। বালুরঘাট-হিলি রেল প্রকল্পের বাস্তবায়নের চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। 

এদিকে বালুরঘাট হিলি রেল প্রকল্পের বাস্তবায়ন কবে হবে তা নিয়েও হাপিত্যেশ করে বসে রয়েছেন সাধারণ মানুষ। কেন এত দেরি হচ্ছে তা নিয়েও চর্চা চলছে পুরোদমে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে। একবার জমি অধিগ্রহণ হয়ে গেলেই বাকি কাজগুলি দ্রুততার সঙ্গে করা হবে। এদিকে জমি অধিগ্রহণের ক্ষেত্রে জেলা প্রশাসনও সবরকম সহযোগিতা করছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup