EL Classico Barcelona Beat Real Madrid To Make More Strong Grip At La Liga Title


বার্সেলোনা : খেলার শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। একেবারে শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) হারাল বার্সেলোনা। পাশাপাশি ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এই ক্লাসিকো (El Clasico) জয়ের সুবাদেই লা লিগা খেতাবের আরও কিছুটা কাছে পোঁছে গেল তারা। এই মুহূর্তে ২৬ ম্যাচের শেষে বার্সেলোনার (Barcelona) পয়েন্ট ৬৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের থেকে তাদের পয়েন্টের পার্থক্য ১২। সমসংখ্যক ম্যাচের পরে গ্যালাকটিকোসরা রয়েছে ৫৬ পয়েন্টে। প্রসঙ্গত, লা লিগায় এখনও আরও ১২টি করে ম্যাচে খেলবে দুই দলই। ২০১৮-১৯ মরসুমের পর আর লা লিগা খেতাব জেতেনি বার্সা।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে (Camp Nou) ম্যাচ শুরুর মিনিট দশেকের মধ্যেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে অ্যাওয়ে ম্যাচে লিড পায় কার্লো আন্সেলোত্তির প্রশিক্ষণাধীন দল। খেলার শুরু থেকেই যেরকম দাপট দেখাতে শুরু করেছিল বার্সেলোনা, তাতে ম্যাচের গতির বিপরীতেই তাদের গোল খেয়ে যাওয়া। যারপর ফের খেলার দখল নিলেও খেলায় সমতা ফেরাতে তাদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগে পর্যন্ত। খেলার ৪৫ মিনিটের মাথায় সের্গি রবার্তোর (Sergi Roberto) গোলে খেলায় সমতা ফেরায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের খেলায় তাদের দাপট বজায় থাকলেও ম্যাচ জিতে নিতে তাদের অপেক্ষা করতে হয় একেবারে খেলার শেষ পর্যন্ত। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দুরন্ত পাসিং ফুটবল থেকে ফ্রাঙ্ক কেসির গোলে ম্যাচ জিতে নেয় বার্সেলোনা। 

চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ১-০ ব্যবধানে দ্বিতীয় লেগের ম্যাচে হারিয়ে মোট ৬-২ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী রিয়াল শিবির খেলতে নেমেছিল বার্সেলোনার মাঠে। যদিও জাভির ৪-২-৩-১ ফর্মেশন ও ঘরের মাঠে জেতার খিদে নিয়ে খেলতে নামা বার্সেলোনা শুরু থেকেই তাদের দাপট দেখিয়েছে ক্লাসিকোর লড়াইয়ে। ম্যানেজার হিসেবে প্রথম লা লিগার জেতার পথে বড় ব্যবধানে এগিয়ে গেলেও এখনই জাভি হালকাভাবে নিতে নারাজ লিগকে। ম্যাচ শেষে বার্সেলোনার প্রাক্তনী তথা বর্তমান ম্যানেজার বলেছেন, ‘এটা একটা বড় জয় নিঃসন্দেহে, তবে লিগ এখনও শেষ হয়নি। ক্লাসিকোয় যোগ্য দল হিসেবেই জিতেছি আমরা। রিয়াল মাদ্রিদের থেকে অনেক বেশি সুযোগও তৈরি করেছিলাম আমরাই। ‘ ১ এপ্রিল এলচের বিরুদ্ধে লা লিগার পরের ম্যাচে খেলতে নামবে বার্সেলোনা।  

আরও পড়ুন- ‘মোহনবাগান খেললে কালীবাড়িতে পুজো দিতেন আমার মা’ দলকে ৫০ লক্ষ টাকা অনুদান রাজ্যের