Delimitation in Assam: অসমে এলাকা পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে হিমন্ত, জানিয়ে দিলেন রাজ্য সরকারের অবস্থান

উৎপল পরাশর

অসমে এলাকা পূনর্বিন্যাস ইস্যুতে এবার মুখ খুললেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত বলেন, রাজ্য সরকারের কোনও ভূমিকাই নেই এই এলাকা পুনর্বিন্যাস ইস্যুতে। তিনি জানান, এই গোটা প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। যাতে সংসদীয় ও বিধানসভা এলাকাগুলিকে পুনর্বিন্যাস করা যায়।

অসমে বিধানসভায় বাজেট অধিবেশনে কংগ্রেসের বিধায়ক রেকিবুদ্দিন আহমেদের এক প্রশ্নের উত্তরে হিমন্ত বিশ্বশর্মা মুখ খোলেন এলাকা পুনর্বিন্যাস ইস্যুতে। কংগ্রেস বিধায়কের প্রশ্ন ছিল, এই এলাকা পুনর্বিন্যাস কীভাবে হবে, তা নিয়ে। জবাবে অসমের মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মিডিয়া হাউসের দেওয়া রিপোর্টের বক্তব্যের ফাঁদে যেন তাঁরা না পড়েন। হিমন্ত জানান, গোটা প্রক্রিয়াটিই চলছে নির্বাচন কমিশনের হাত ধরে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘রাজ্য সরকারকে নির্বাচন কমিশন জানিয়েছে, যে নতুন এলাকা পুনর্বিন্যাস শুরু হয়েছে অসমে। আমরা বলতে পারব না , কখন এই প্রক্রিয়া শেষ হবে, কারণ রাজ্য সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়। আমরাদের ভূমিকা নির্দিষ্ট রয়েছে, শুধুমাত্র নির্বাচন কমিশনকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে এই প্রক্রিয়া অনুযায়ী। ’উল্লেখ্য, অসমে বহু স্থানীয় নিউজ চ্যানেলের প্রশ্ন যে, এলাকা পুনর্বিন্যাসের পর তার আকার কেমন হবে। সেই নিয়ে তোলা যাবতীয় প্রশ্ন চিহ্নকে কার্যত উড়িয়ে দিয়েছেন হিমন্ত।

(করোনা ছড়িয়েছে এই প্রাণিটি থেকে! সবচেয়ে পোক্ত প্রমাণ কী বলছে? প্রকাশ্যে রিপোর্ট)

( টেস্টি খাবার চান? কোন রান্নায় কোন ফোড়ন কখন দেবেন, রইল হাতে গরম সিক্রেট টিপস)

হিমন্ত ওই নিউজ চ্যানেলের রিপোর্টগুলি নিয়ে বলছেন, ‘ আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে এই দাবিগুলির কোনও সত্যতা নেই এবং সেগুলি নির্বাচন কমিশনের তৈরি কোনও খসড়ার ভিত্তিতে নয়। সীমানা চিহ্নিতকরণের  প্রক্রিয়া নতুন করে শুরু হচ্ছে এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কমিশনের একটি দল চলতি মাসে আসাম সফর করবে। আমি বিধায়কদের অনুরোধ করছি যে তাঁরা যেন যাচাই না করা খবরের দ্বারা প্রভাবিত না হযন এবং তাঁদের কাজ চালিয়ে যান।’ হিমন্ত বলেন, ‘ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি) এর কারণে পূর্ববর্তী এলাকা পুনর্বিন্যাস প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছিল, (যা সুপ্রিম কোর্টের নির্দেশে আপডেট করা হয়েছিল) একটি ভ্রান্ত ধারণা।’ হিমন্ত জানান, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো এখন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup