Final Standings Confirmed For ICC World Test Championship Period Know In Details


দুবাই : বাকি শুধুমাত্র ফাইনাল ম্যাচ। বলা ভাল খেতাবি লড়াই। আগামী জুন মাসে ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (ICC World Test Championship Final) খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া (India Vs Australia)। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত সময়কালের বাকি যাবতীয় টেস্ট ম্যাচ শেষ। যার পরে ঠিক কী দাঁড়াল টেস্টের ক্রমতালিকা ?

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার (New Zealand vs Sri Lanka) ম্যাচ দিয়ে শেষ হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাদে সব ম্যাচ। ফলো-অন করতে নেমে লড়াই করলেও ইনিংস ও ৫৮ ম্যাচে টেস্ট হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কাবাহিনী। আর যে জয়ের সুবাদে অষ্ঠম থেকে ষষ্ঠ স্থানে উঠে এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শেষ করল কিউয়িরা। যার জেরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে একটি করে স্থান নিচে নেমে গিয়েছে। 

২০২১ থেকে ২০২৩ সালের মাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যার জেরে খেতাবি লড়াইয়ে ফাইনালে খেলতে নামবে তারা। আগামী জুন মাসে ওভালে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারতের ঠিক পরে থেকেই তিন নম্বরে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি শ্রীলঙ্কা কিউয়িদের কাছে হেরে যাওয়ায় তিন নম্বরে শেষ করেছে ইংল্যান্ডও। শ্রীলঙ্কাকে টপকে ওপরে উঠে গিয়েছে তারা।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাল্টা মরিয়া লড়াই মেলে ধরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত অবশ্য ব্যর্থও হতে হয়েছে শ্রীলঙ্কাকে। সফররত দল দুই টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে সিরিজে। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫৮ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে কিউয়িরা। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৬৪ রান তুলেছিল। যার জেরে তারা ফলো-অন করতে বাধ্য হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। যারপর ফলো ইন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি ফসকালেও ৯৮ রানের ইনিংসের পথে ধনঞ্জয় ডি সিলভা টেস্ট ক্রিকেটে তাঁর ৩ হাজার রান পূর্ণ করেন। অভিষেককারী উইকেটকিপার ব্যাটার নিশান মাদুসকার সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ ভেঙে জয়ের সন্ধান পেতে শুরু করে কিউয়িরা। ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেওয়ার পর আর মাত্র ৪০ রানের মধ্যে লঙ্কানদের ইনিংস শেষ করে দেন কিউয়ি বোলাররা। টিম সাউদি ও ব্লেয়ার টিকনার তিনটি করে উইকেট নিয়েছেন।

আরও পড়ুন- বাজতে চলল আইপিএল দামামা, এবার বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম, জানেন কি সেগুলো ?