Weather News: রবিরারও ভোর থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি, বসন্ত ফিরবে কবে?

নিম্নচাপ অক্ষরেখার জেরে রবিবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর থেকে কলকাতার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে রাত থেকেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা বেশ কিছু মধ্যে এলাকায়-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারের আগে রাজ্য বৃষ্টির পরিস্থিতি কাটার সম্ভাবনা খুবই কম। যদি মঙ্গলবারও বিকালের দিকে ঝড়-বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফিরতে পারে বসন্ত।

এ দিকে বৃষ্টির কারণে কলকাতা-সহ পাশ্ববর্তী জেলাগুলিতে পারদের পতন হয়েছে। মঙ্গলবার যদি বৃষ্টি কমে তবে পারদ আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের জানিয়েছে, রাজস্থান থেকে বিহার পর্যন্ত এবং ঝাড়খণ্ড থেকে কর্নাটক পর্যন্ত জোড়া নিম্নচাপ অক্ষরেখা অবস্থানের কারণে প্রচুর জলীয় বাস্প সাগর থেকে ঢুকেছে। তাই এই বসন্তে বৃষ্টি।

উত্তরবঙ্গে কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে চা বাগানের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টির জন্য আমচাষে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে আবহওয়াবিদরা জানাচ্ছেন এ সপ্তাহের শেষের দিকেও আবার ঝড়-বৃষ্টি হতে পারে।