চুরির চাকরি যাওয়ায় উপোস করে থাকতে হচ্ছে, আদালতে জানালেন গ্রুপ সির চাকরিচ্যুতরা

দুর্নীতি করে চাকরি পাওয়ায় যে কোনও দিন তাঁদের জেলে পাঠাতে পারে আদালত। এই আশঙ্কার মধ্যে নিজেরাই জেলে যেতে চাইলেন গ্রুপ সির চাকরি চোরেরা। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন এই দাবি তোলেন তাঁরা। সঙ্গে সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ সি-তে ৮৪২ জনকে চাকরি থেকে বহিষ্কার করেছে SSC. তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়সহ বহু তৃণমূলের নেতা – মন্ত্রী পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি তালুকদারের এজলাসে কয়েকজন চাকরি চোর বলেন, ‘দুর্নীতির মন্ত্রী জেলে, শিক্ষা দফতরের আধিকারিকরাও জেলে, আমাদেরও ওখানে পাঠিয়ে দিন। ওখানে অন্তত খেতে দেয়। উপোস করে থাকতে হবে না।’

এদিন সিবিআইয়ের উদ্ধার করা OMR শিটের সত্যতা চ্যালেঞ্জ করে চাকরি চোরেদের আইনজীবী বলেন, সিবিআই OMR শিট পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা NYSA-র দফতর থেকে OMR শিটগুলি উদ্ধার করেনি। উদ্ধার করেছে তাদের এক কর্মীর বাড়ি থেকে। সেখানে যে OMR শিট বিকৃত করা হয়নি তার নিশ্চয়তা কোথায়? জবাবে SSC বলে, OMR শিট খতিয়ে দেখেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।