ICC World Cup 2023 Likely To Start From October 5, Ahmedabad To Host Final


নয়াদিল্লি: আর মাত্র মাস সাতেকের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হলেও, এই প্রথম গোটা টুর্নামেন্টই এদেশে হবে। অতীতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো পড়শি দেশগুলির সঙ্গে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। কিন্তু অক্টোবরের কত তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ?

কোন কোন স্টেডিয়ামে ম্যাচ?

একাধিক রিপোর্ট অনুযায়ী ৫ অক্টোবর থেকেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। শোনা যাচ্ছে আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই বসবে ফাইনালের আসর। এই বিশ্বকাপে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ আয়োজিত হতে পারে। বিসিসিআই নাকি ইতিমধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য ১২টি স্টেডিয়ামও প্রাথমিকভাবে বাছাই করে ফেলেছে। 

খবর অনুযায়ী কলকাতা, লখনউ, রাজকোট, ইনদওর, হায়দরাবাদ, মুম্বই, গুয়াহাটি, ধরমশালা, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, আমদাবাদে বিসিসিআই আসন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। অবশ্য প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি পর্বের ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন সময়ে বর্ষার আগমন ঘটাই এই সিদ্ধান্ত নিশ্চিত না করার মূ

কারণ বলে মনে করা হচ্ছে।

সাধারণত আইসিসির তরফে টুর্নামেনটের প্রায় বছর খানেক আগেই সূচি ঘোষণা করে দেওয়া হয়, তবে বিসিসিআই ভারত সরকারের থেকে সবুজ সঙ্কেতের প্রতীক্ষায় রয়েছে। সেই কারণেই বিসিসিআইয়ের সিদ্ধান্ত জানাতে খানিকটা সময় লাগছে বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টিই এখনও জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে। 

ভারতীয় দলে উমরন

মরণ-বাঁচন ম্যাচ। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium in Chennai) ম্যাচ যার, সিরিজও তার। এমন অবস্থায় বুধবারের ম্যাচে কি বদল আসতে চলেছে ভারতীয় স্কোয়াডে ? তুলনামূলক রুক্ষ ও ঘূর্ণি পিচে কি প্রাধান্য দেওয়া হয়ে বাড়তি স্পিনার খেলানোয়, নাকি বাড়তি পেসার খেলিয়ে পাল্টা অজিদের চাপে রাখার চেষ্টা করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় উমরান মালিককে (Umran Malik) সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন ব্রেট লি (Breet Lee)। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তী পেসারের মতে, উমরানের সুযোগ পাওয়া উচিত। 

ব্রেট লি বলেছেন, ‘ওঁর (উমরান মালিক) বোলিং খুব ভাল লাগে। কেন নয়, সুযোগ দেওয়া উচিত ওঁকে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে। গতবছরও বলেছিলাম, অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত ছিল উমরানকে। দলে থাকলে প্রথম একাদশে খেলার প্রথম পছন্দই হত ও। যে গতিতে বলটা ও করতে পারে, সেটাই সবথেকে বড় অ্যাডভান্টেজ।’

আরও পড়ুন: কোটলায় কিংবদন্তি সাক্ষাৎ, এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ-পন্টিং