Earthquake tremor in Delhi: ৬.৬ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, জোরালো কম্পন দিল্লি-সহ উত্তর ভারতের একাংশে

মঙ্গলবার রাতে জোরালো কম্পন অনুভূত হল দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-সহ উত্তর ভারতের একাংশে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে। তার জেরে দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে অনুভূত হয়েছে জোরালো কম্পন। অনেকের দাবি, দিল্লি ও সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা এতটাই ছিল যে রীতিমতো পা কাঁপতে থাকে।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আজ (মঙ্গলবার) রাত ১০ টা ১৭ মিনিট ২৭ সেকেন্ডে আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্প হয়েছে। ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পে উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। অর্থাৎ সেই ভূমিকম্প ‘তীব্র’ শ্রেণির মধ্যে পড়ছে।

আরও পড়ুন: Earthquake in Nepal, tremor in Delhi: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, বেশি দূরে নয় যোশীমঠ, জোরালো কম্পন দিল্লি-উত্তরপ্রদেশে

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্সের তরফে দাবি করা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা আরও বেশি ছিল। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্সের তরফে জানানো হয়েছে যে আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ১৮৪ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়েছে।

ভারতের কম্পন অনুভূত

দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের একাংশে জোরালো কম্পন অনুভূত হয়েছে। দিল্লিতে থাকা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র প্রতিনিধির বয়ান অনুযায়ী, যখন কম্পনটা অনুভূত হল, তখন সবকিছু কেঁপে উঠল। পা পুরো কাঁপছিল। মাথা ঘুরছিল। বাকিদেরও একই অবস্থা হয়। সবাই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন। দিল্লিতে হামেশাই কম্পন অনুভূত হলেও এরকম অনুভূতি কখনও হয়নি।

দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে ‘হিন্দুস্তান টাইমস’-র সাংবাদিকদের পাঠানো ভিডিয়োয় দেখা গিয়েছে যে কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন মানুষ। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের চোখেমুখে আতঙ্ক ধরা পড়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের ভিডিয়োয় দেখা গিয়েছে, কম্পনের পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের মতো এলাকায় মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন।

আরও পড়ুন: Earthquakes Likely To Hit Himachal: তুরস্ক-সিরিয়ার মতো মারাত্মক বিপদে পড়তে পারে কি হিমাচল? সাবধান করছেন বিজ্ঞানীরা

আফগানিস্তান ও পাকিস্তানে কী অবস্থা?

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আফগানিস্তানের বাদাখশান প্রদেশর কাছে ভূমিকম্প হয়েছে। তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। পাকিস্তানের সংবাদমাধ্যমে এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ, পেশোয়ার এবং লাহোরেও কম্পন অনুভূত হয়েছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রাওয়ালপিণ্ডিতে থাকা এক সাংবাদিক বলেছেন, ‘নিজেদের বাড়ি থেকে পড়িমড়ি করে বেরিয়ে আসতে থাকেন মানুষ এবং কোরান আওড়াতে থাকেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)