PSG Striker Kylian Mbappe Named New France Captain After Hugo Lloris Retirement Know Details


প্যারিস: কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক উগো লরিস। তারপর কাকে দলের অধিনায়ক করা হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। অনেক বিশেষজ্ঞই কিলিয়ান এমবাপেকে দৌড়ে এগিয়ে রাখছিলেন। জল্পনা মতোই কিলিয়ান এমবাপেকেই শেষমেশ অধিনায়ক নির্বাচিত করা হল।

দিদিয়ের দেশঁর সঙ্গে কথা বলার পরেই এমবাপে ফ্রান্সের অধিনায়ক হতে রাজি হন। মাত্র ২৪ বছক বয়সেই ফরাসি তারকা স্ট্রাইকারকে দলের অধিনায়ক করা হল। ফ্রান্স ফুটবলের তরফে এমবাপের নতুন অধিনায়ক হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে লেখে, ‘দিদিয়ের দেশঁ কিলিয়ান এমবাপেকে লে ব্লাঁর নতুন অধিনায়ক নির্বাচিত করেছেন। আঁতোয়াঁ গ্রিজম্য়ানকে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।’ 

 

আরও পড়ুন: আমদাবাদে বসবে ফাইনালের আসর? কবে থেকে শুরু ২০২৩ বিশ্বকাপ?