Google Doodle celebrates Nowruz: পালিত হচ্ছে নওরাজ, ডুডল বানিয়ে শ্রদ্ধা জানালো Google-ও

ইরানে নতুন বছরের সূচনা লগ্নে পালন করা হয় নওরাজ বা নভরাজ উৎসব। এই দিনটি পার্সি সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ভারত-সহ সারা পৃথিবীর নানা দেশে এই দিনটি পালন করা হয়। মঙ্গলবার, ২১ মার্চ পালিত হচ্ছে এই দিনটি। এই দিনটিকে শ্রদ্ধা জানাতে Google-এর তরফে বানানো হল বিশেষ Doodle। 

হিজরি ক্যালেন্ডারের হিসাবে এই দিনটি হল প্রথম মাস ফারভারদিনের সূচনা। সাধারণত মার্চের ২০-২১ তারিখ নাগাদ সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

ইরান-সহ সারা পৃথিবীর নানা দেশেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উৎসব। এটি একই সঙ্গে বসন্ত ঋতুরও সূচনা। পার্সি সম্প্রদায়ের মানুষ এই দিনটি খুবই গুরুত্ব দিয়ে পালন করেন। তাঁদের ভাষায় ‘নও’ মানে নতুন। আর ‘রাজ’ মানে দিন। সব মিলিয়ে নওরাজ বা নভরাজের মানে হল নতুন দিন।

কোন কোন দেশে নওরাজ বা নভরাজ উৎসব পালিত হয়?

যে সব দেশে পার্সি সংস্কৃতি পৌঁছেছে বা রয়েছে, সেখানে এই উৎসব পালিত হয়। এর মধ্যে রয়েছে ইরাক, ইরান, ভারত, আফগানিস্তান, মধ্য এশিয়ার বেশ কিছু দেশ। আমেরিকা এবং ইউরোপের বহু জায়গাতেই এই উৎসব পালিত হয়। তবে এক এক দেশে এক এক ভাবে এই উৎসব পালিত হয়। সব দেশে এক ধরনের নিয়ম মানা হয় না।

(আরও পড়ুন: আজ সারা বিশ্বে পালন হচ্ছে নওরাজ বা নভরাজ? কেন পালিত হয় এই দিন? জেনে নিন ইতিহাস)

ভারতে নওরাজ বা নভরাজ উৎসব কীভাবে পালন করা হয়?

ভারতে এই উৎসব অগস্ট মাসে পালন করেন অনেকে। তবে কোথাও কোথাও মার্চেও পালিত হয় উৎসবটি। এই বছর সারা বিশ্বের মতোই মার্চ মাসের ২১ তারিখ ভারতেও পালিত হচ্ছে নওরাজ বা নভরাজ। সুরাটের ব্যবসায়ীদের হাত ধরে অষ্টাদশ শতাব্দীতে এই উৎসব ভারতে এসে পৌঁছোয়। এই ব্যবসায়ীরা মাঝে মধ্যেই ইরানে যেতেন। সেখানে থেকেই এই উৎসব তাঁরা নিয়ে আসেন।

নভরাজ বা নওরাজের ইতিহাস:

পারস্যের রাজা জামশেদের কারণে এই উৎসবের সূচনা হয়েছিল বলেই মনে করা হয়। পার্সিদের পুরাণে বলা হয়েছে, জামশেদ পৃথিবীকে রক্ষা করেন। তাঁর শাসনে পারস্যে কখনও কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়নি। তাঁকে সম্মান জানাতেই এই উৎসব শুরু হয়। তার পরে পারস্য সম্প্রদায়ের হাত ধরে আস্তে আস্তে সারা বিশ্বেই ছড়িয়ে পড়ে এই উৎসবটি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)