IPL Exclusive: Kolkata Knight Riders Hopeful About New Mystery Spinner Suyash Sharma, Know In Details


সন্দীপ সরকার, কলকাতা: বুধবার সন্ধ্যের ইডেন গার্ডেন্স (Eden Gardens)। প্রথমবার ফ্লাডলাইটে মাঠে অনুশীলন সারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নেটে দুটি কারণে সকলের নজর চলে যাচ্ছিল ছিপছিপে এক তরুণের দিকে।

প্রথম কারণ, মাথায় সাদা ব্যান্ডানা পরে বল করছিলেন তরুণ। দ্বিতীয় কারণ, হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভি সকলে মিলে সবচেয়ে বেশি সময় খরচ করলেন তাঁর পিছনেই। এমনকী, বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আগে নেট সেশন বন্ধ হয়ে গেলেও ফাঁকা উইকেটে স্টাম্প পুঁতে বোলিং করে গেলেন।

তিনি, সুয়াশ শর্মা (Suyash Sharma)। নাম শুনলে অনেকেই ভ্রু কোঁচকাতে পারেন। সুয়াশ শর্মা আবার কে? তিনি কী করেন?

কেকেআর (KKR) শিবির কিন্তু তাদের গোপন অস্ত্র হিসাবে তৈরি করছে সুয়াশকেই। যাতে প্রয়োজন পড়লে মাঠে নামিয়ে বাজিমাত করতে পারে। খোঁজ নিয়ে জানা গেল, সুয়াশের বিশেষ পরিচর্যা করতে তৎপর নাইট শিবির। বেশ আগলে রাখা চলছে বোলিং তূনে

যোগ হওয়া নতুন অস্ত্রের।

সুয়াশের বাড়ি দিল্লি। বয়স মাত্র ২০। তবে বোর্ড স্তরের কোনও টুর্নামেন্টে এখনও খেলেননি। তার পরেও প্রভাবিত হতে হয় তাঁর বোলিং দেখে। কেকেআর শিবির থেকে বলা হচ্ছে, ক্লাব স্তরের ম্যাচে তিনি জোরের ওপর এমন লেগস্পিন করেন যে, ব্যাটাররা রীতিমতো নাকানিচোবানি খান। বলা হচ্ছে, তিনি বিস্ময় স্পিনার।

নাইট শিবিরের একজন বলছিলেন, ‘ওকে আমরা অনেকদিন আগেই চিহ্নিত করে রেখেছিলাম। মিনি অকশনের সময় ওকে দলে নেওয়ার জন্য আলাদা বাজেটও রাখা ছিল। তবে ওর ন্যূনতম দর ২০ লক্ষ টাকায় পেয়ে গিয়ে বেশ হতবাক হয়েছিলেন আমাদের সিইও বেঙ্কি মাইসোরও। বলেছিলেন, ভেবেছিলাম ওর জন্য দর কষাকষি করতে হবে অন্য দলের সঙ্গে। শেষ পর্যন্ত বিনা যুদ্ধে পেয়ে গিয়ে আমরা যারপরনাই খুশি।’

রহস্য স্পিনারদের প্রতি কেকেআর ম্যানেজমেন্টের অমোঘ আকর্ষণ সর্বজনবিদিত। বিস্ময় স্পিনার সুনীল নারাইন তো কেকেআর জার্সিতে প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান আতঙ্ক। নারাইন ছাড়াও কখনও কে সি কারিয়াপ্পা, তো কখনও সচিত্র সেনানায়কে – প্রথাগত স্পিন শিল্পের সঙ্গে নিজস্বতা মিশিয়ে নতুন কিছু করছেন, কেকেআর শিবিরে এরকম স্পিনার বারবার দেখা গিয়েছে। সেই তালিকাতেই নবতম সংযোজন সুয়াশ।

নৈশালোকের ইডেনে নেট সেশনে কেমন দেখলেন সুয়াশকে? এবিপি লাইভের প্রশ্নে কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মুচকি হাসলেন। তারপর ইঙ্গিতপূর্ণভাবে বলে গেলেন, ‘আপনারাও তো দেখলেন। আপনারাই বলুন…’

প্রতিপক্ষ ব্যাটিংয়ে ধাঁধায় ফেলার প্রস্তুতি জোরকদমে সারছেন বিস্ময়-স্পিনার।

আরও পড়ুন: চেন্নাইয়ে ব্যর্থ কোহলি-হার্দিকের লড়াই, ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ হারল ভারত