Ramadan 2023 Moon Sighting LIVE: দিল্লি, মুম্বই-সহ ভারতে চাঁদ দেখার প্রস্তুতি

ভারত, বাংলাদেশ, পাকিস্তানে চাঁদ দেখার চেষ্টা। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

লাইভ আপডেটস

Ayan Das

Ramadan 2023 Moon Sighting in India and Bangladesh Live Updates: আজ (বুধবার) ভারত ও বাংলাদেশে কি চাঁদ দেখা যাবে? ভারত, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের চাঁদ দেখার লাইভ আপডেট দেখুন আমাদের ব্লগে।

Ramadan 2023 Moon Sighting in India and Bangladesh Live Updates: আজ (বুধবার) ভারত ও বাংলাদেশে কি চাঁদ দেখা যাবে? কিছুক্ষণের মধ্যে সেই উত্তর পাওয়া যাবে। আজ যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান মাসের (Ramadan, Ramzan, Ramazan or Ramzaan) রোজা শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা রাখা শুরু করবেন ভারত, বাংলাদেশের মুসলিমরা। ভারত, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের চাঁদ দেখার লাইভ আপডেট দেখুন আমাদের ব্লগে।

22 Mar 2023, 05:24:55 PM IST

কেন প্রতিবার রমজান মাস এগিয়ে আসে?

হিজরি ক্যালেন্ডার মেনে চলা হয় ইসলাম ধর্ম। অর্থাৎ চাঁদের উপর ভিত্তি করে এগিয়ে চলে ইসলাম ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডারে ৩৫৪ দিন থাকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যেখানে এক বছর ৩৬৫ দিন হয়। সেখানে তাই প্রতি বছর রমজান মাসে ১০ বা ১১ দিন করে এগিয়ে আসে।

22 Mar 2023, 04:53:34 PM IST

ভারতে চাঁদ দেখার প্রস্তুতি শুরু

‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, দিল্লি, লখনউ, মুম্বইয়ে চাঁদ দেখার প্রস্তুতি চলছে। ভারতে যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

22 Mar 2023, 04:33:52 PM IST

কবে ইদ হবে?

আপাতত যা ইঙ্গিত, তাতে পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে। অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশে ২১ এপ্রিল ইদ পড়েবে।

22 Mar 2023, 04:31:01 PM IST

কোন কোন দেশে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা করা হয়েছে?

সংযুক্ত আরব আমিরশাহ, বাহারিন, সুদান, সোমালিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, তুরস্ক, তিউশিনিয়া, সিরিয়া, কাতার, লেবানন, লিবিয়া, ইজিপ্ট এবং প্যালেস্তাইন। সৌদি আরবের মতো দেশেও বৃহস্পতিবার রোজা রাখা শুরু হবে।

22 Mar 2023, 04:22:23 PM IST

রমজানের সময় আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটাবেন UAE-র সুলতান- রিপোর্ট

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এবার পবিত্র রমজান মাসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটাবেন সংযুক্ত আরব আমিরশাহির সুলতান আল নেয়াদি। ২৪ ঘণ্টায় ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আন্তর্জাতিক মহাকাশ স্টেশন)।

22 Mar 2023, 04:12:00 PM IST

থামিয়ে দেওয়া হবে প্রিমিয়র লিগের ম্যাচ, মুসলিম ফুটবলাররা সেইসময় ভাঙতে পারবেন – রিপোর্ট

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়র লিগের ম্যাচের মধ্যেই রোজা ভাঙতে পারবেন ফুটবলাররা। পবিত্র রমজান মাসের সময় খেলোয়াড়রা যাতে রোজা ভাঙতে পারেন, সেজন্য ম্যাচ সাময়িকভাবে থামিয়ে দেওয়া হবে – বিস্তারিত পড়ুন এখানে

22 Mar 2023, 04:06:24 PM IST

ইদ স্পেশাল ট্রেনে এবার শুধু অনলাইনে মিলবে অগ্রিম টিকিট

ইদের জন্য বিশেষ ঘোষণা করল বাংলাদেশ সরকার। বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, এবার ইদের জন্য মোট ১০ টি স্পেশাল ট্রেন চালানো হবে। এবার টিকিট কাউন্টার থেকে কোনও অগ্রিম টিকিট মিলবে না। শুধুমাত্র অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাবে। আর ইদ স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আগামী ১৭ এপ্রিল থেকে। 

22 Mar 2023, 03:59:06 PM IST

বাংলাদেশে চাঁদ দেখা গেলে কীভাবে জানাতে হবে?

বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে যে আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী তথা জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খানের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি আলোচনায় বসবে। বাংলাদেশের কোথাও চাঁদ দেখা গেলে সেই তথ্য জানানোর জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। ফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ০২-৪১০৫০৯১২।

22 Mar 2023, 03:48:21 PM IST

ব্রিটেনে মঙ্গলবার দেখা যায়নি চাঁদ

মঙ্গলবার ব্রিটেনে চাঁদ দেখা যায়নি। অর্থাৎ আজ থেকে রমজান শুরু হচ্ছে না। বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা থাকবে।

22 Mar 2023, 03:42:29 PM IST

কেরলে এখনও চাঁদ দেখা গিয়েছে?

কেরলে এখনও চাঁদ দেখা যায়নি। সাধারণত ভারতের অন্যান্য অংশের থেকে একদিন আগে কেরলে রোজা শুরু হয়। এবার সম্ভবত বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে কেরলে রোজা রাখতে শুরু করবেন মুসলিমরা।

22 Mar 2023, 03:35:38 PM IST

ইন্দোনেশিয়ায় কবে থেকে রোজা রাখা শুরু হবে?

আগামিকাল (২৩ মার্চ, বৃহস্পতিবার) থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে পারে পবিত্র রমজান মাস। ইন্দোনেশিয়ার ধর্মীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার চেষ্টা করা হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার থেকে রোজা রাখতে শুরু করবেন মুসলিমরা।

22 Mar 2023, 03:26:07 PM IST

সংযুক্ত আরব আমিরশাহিতে দেখা গেল চাঁদ

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহিতে দেখা গেল চাঁদ। আবুধাবিতে সকাল ৮ টা ১৫ মিনিটে চাঁদ দেখা গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

22 Mar 2023, 03:24:11 PM IST

আজ ভারত, বাংলাদেশে চাঁদ দেখা যাবে? কবে শুরু রোজা?

আজ (বুধবার) ভারত ও বাংলাদেশে কি চাঁদ দেখা যাবে? কিছুক্ষণের মধ্যে সেই উত্তর পাওয়া যাবে। আজ যদি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে পবিত্র রমজান মাসের (Ramadan, Ramzan, Ramazan or Ramzaan) রোজা শুরু হবে। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা রাখা শুরু করবেন ভারত, বাংলাদেশের মুসলিমরা।

বন্ধ করুন